ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছেন ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে ফটক ছাড়েন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠা হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। ২০২২ সালে বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’।
বর্তমানে শিক্ষার্থীরা ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে যেতে আন্দোলন শুরু করেছেন। তিন দিনের ভেতরে নাম পরিবর্তনের প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করছি।’
জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসিম বলেন, ‘বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে জব মার্কেটে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাব। যেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। বর্তমানে আমরা না পারছি জিওগ্রাফি সম্পর্কে ভালো জানতে, না পারছি এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো জানতে। তাই নতুন নামে আমরা সবাই যেতে চাচ্ছি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছেন ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে ফটক ছাড়েন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠা হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। ২০২২ সালে বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’।
বর্তমানে শিক্ষার্থীরা ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে যেতে আন্দোলন শুরু করেছেন। তিন দিনের ভেতরে নাম পরিবর্তনের প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করছি।’
জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসিম বলেন, ‘বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে জব মার্কেটে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাব। যেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। বর্তমানে আমরা না পারছি জিওগ্রাফি সম্পর্কে ভালো জানতে, না পারছি এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো জানতে। তাই নতুন নামে আমরা সবাই যেতে চাচ্ছি।’
নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাটোর নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন হোসেন ও সাধারণ সম্পাদক নুহন খান নাঈম এবং
১২ মিনিট আগেলালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে। পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়।
১৮ মিনিট আগেকলাপাড়ায় নিজ দোকান থেকে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার আলীপুর বাজারের পুরাতন মাছের বাজারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩০ মিনিট আগে