নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে আনোয়ার নামে এক হাফেজকে কুপিয়ে হত্যা করার দায়ে রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জুন বিকেলে মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার নামাজ পড়ার উদ্দেশে পুকুর পাড়ে বসে অজু করছিলেন। ওই সময় তাঁকে দেখে রাজা মিয়া তাঁর হাতে থাকা ‘দা’ দিয়ে আনোয়ারের ঘাড়ে কোপ দেন। পরে আনোয়ার দৌড়ে তাঁর বাড়ির দিকে যেতে চাইলে আরেক আসামি ইছব মিয়া (২৭) আনোয়ারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তখন রাজা মিয়া তাঁর হাতে থাকা দা দিয়ে আবার আনোয়ারকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় আনোয়ারের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২২ জুন রাতে আনোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনায় আনোয়ারের বাবা মো. ফজলুল করিম ২৩ জুন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হাশেম ও আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, হত্যা মামলায় আসামি মো. রাজা মিয়াকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে আনোয়ার নামে এক হাফেজকে কুপিয়ে হত্যা করার দায়ে রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জুন বিকেলে মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার নামাজ পড়ার উদ্দেশে পুকুর পাড়ে বসে অজু করছিলেন। ওই সময় তাঁকে দেখে রাজা মিয়া তাঁর হাতে থাকা ‘দা’ দিয়ে আনোয়ারের ঘাড়ে কোপ দেন। পরে আনোয়ার দৌড়ে তাঁর বাড়ির দিকে যেতে চাইলে আরেক আসামি ইছব মিয়া (২৭) আনোয়ারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তখন রাজা মিয়া তাঁর হাতে থাকা দা দিয়ে আবার আনোয়ারকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় আনোয়ারের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২২ জুন রাতে আনোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনায় আনোয়ারের বাবা মো. ফজলুল করিম ২৩ জুন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হাশেম ও আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, হত্যা মামলায় আসামি মো. রাজা মিয়াকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
২ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১০ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৮ মিনিট আগে