Ajker Patrika

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৭: ২৪
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

আজ শনিবার সকালে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বোমা কুদ্দুসের সঙ্গে জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষ কিছুদিন পরপর হাতবোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে একাধিক সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এসব ঘটনায় কুদ্দুস ও জলিল হত্যাসহ একাধিক মামলার আসামি।

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগ সরকারের পতনের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঢাকা থেকে কুদ্দুস ও জলিলকে গ্রেপ্তার করে। কয়েক মাস জেল খাটার পর কিছুদিন আগে কুদ্দুস জামিনে বের হন। জলিল এখনো জেলহাজতে রয়েছেন। কুদ্দুস জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেকের হাতে বালতি, মাথায় হেলমেট পরিহিত। বালতি থেকে হাতবোমা নিয়ে নিক্ষেপ করা হচ্ছে। বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদেরও দেখা গেছে। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে বিলাশপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত ঈদে বাড়িতে আসার পর লোকজন দুই পক্ষে বিভক্ত হয়ে এমন হামলার ঘটনা ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত