শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জানালার থাইগ্লাস ভেঙে নিচে পড়ে, দরজা ছিটকে এদিক-সেদিক ছড়িয়ে যায়। স্বজনরা গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আব্দুল গফুর বলেন, ‘বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়িপাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল তালাবদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জানালার থাইগ্লাস ভেঙে নিচে পড়ে, দরজা ছিটকে এদিক-সেদিক ছড়িয়ে যায়। স্বজনরা গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আব্দুল গফুর বলেন, ‘বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়িপাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল তালাবদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলছে চরম জনবলসংকট। চিকিৎসকের অর্ধেকের বেশি পদই খালি। অন্যদিকে ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে তিন শতাধিক। ফলে সেবাদান কার্যক্রম চলছে খুঁড়িয়ে।
১১ মিনিট আগেজলাশয় ও ফসলি জমি ভরাট করে আবাসন প্রকল্প করছে একটি চক্র। এতে বিপাকে পড়েছেন পাশের জমির মালিকেরা। ইতিমধ্যে চক্রটি বেশ কিছু জমি ভরাটও করেছে। ঝুলিয়ে দিয়েছে প্লট আকারে জমি বিক্রির সাইনবোর্ডও। এ দৃশ্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলা এলাকার।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতেমাতুজ্জোহরা কওমি মাদ্রাসায় মেয়েদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) স্থানীয় প্রশাসন ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাঁরা সংঘর্ষে জড়ান। এ সময় তিরধনুক ও হাতবোমা ব্যবহার করে একে অপরের প্রতি আক্রমণ করেন। এতে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
৪ ঘণ্টা আগে