Ajker Patrika

পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭: ৪২
দুই সন্তানকে হত্যার খবরে পল্লবীর বাগেরটেক এলাকায় স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা
দুই সন্তানকে হত্যার খবরে পল্লবীর বাগেরটেক এলাকায় স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম রোহান (৭) ও মুসা (৩)। তারা আহাদ মোল্লা ও রোজিনা আক্তার দম্পতির সন্তান। তাঁরা পল্লবীর বাগেরটেক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় থাকেন। আহাদ মোল্লা বাসাবাড়িতে নিরাপত্তার কাজ করেন এবং রোজিনা আক্তার মেসে রান্না করেন।

নিহত দুই শিশুর মা রোজিনা আক্তার জানান, আজ সকালে আহাদ কাজ শেষে বাসায় আাসেন। সকালে দুই সন্তানকে তাঁর কাছে রেখে মেসে রান্না করতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তাঁর সন্তানদের গলাকেটে হত্যা করে নিজে গলাই ছুরি চালান আহাদ মোল্লা। খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন। বেলা ২টার দিকে পল্লবী থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন বলেছেন, পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহাদ মোল্লাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত