Ajker Patrika

পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬: ১৩
পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোতাল্লিম হোসেন নামের এক কৃষকের ২৫ শতক জমিতে আবাদ করা পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে কাটা গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোতাল্লিম বলেন, ‘নিজের জমি না থাকায় কয়েক মাস আগে শেখ মোহাম্মদের কাছ থেকে ২৫ শতক জমি বর্গা নিয়ে মাচায় পটোল চাষ করি। এতে খরচ হয় ১ লাখ ২০ হাজার টাকা। গাছে ফুল ও ফল আসতে শুরু করেছিল। রমজানের মধ্যে ৫ লাখ টাকার পটোল বিক্রির আশাও করছিলাম। এর মধ্যে জমির সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এখন কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক মোতাল্লিমকে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

যোগাযোগ করা হলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত