শাহরিয়ার হাসান, ঢাকা
সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়েছিল আট মাস আগে। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে সখ্য। মাঝেমধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন এই সৌদি কর্মকর্তা। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র চার মাস পর গত বছরের ডিসেম্বরে গোপনে তাঁদের বাগদানও সম্পন্ন হয়। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।
কারাগারে থাকা মেঘনার বাবা বদরুল আলমের সঙ্গে আজ কথা বলেছে আজকের পত্রিকা। তিনি বলেন, মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ঈসার পরিচয় করিয়ে দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাঁদের। সেখান থেকে বন্ধুত্বের শুরু। মেঘনার ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে সামাজিক উদ্যোগে সহযোগিতাও করেন রাষ্ট্রদূত।
বদরুল আলম জানান, পরিচয়ের চার মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা পরিবারকে জানায়, পরদিন তাঁদের বাগদান হবে। মেঘনার পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ। কিন্তু বাগদানের কিছুদিন পরই রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান রয়েছে বলে মেঘনা জানতে পারেন।
পরিবারের দাবি, এরপর থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার দূরত্ব বাড়তে থাকে। তিনি মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। একপর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান।
তাঁর বাবা আজকের পত্রিকাকে বলেন, তাঁর মেয়ে চেয়েছিলেন, রাষ্ট্রদূত শুধু দুঃখপ্রকাশ করুন। কিন্তু সেই আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন, বিষয়টি প্রকাশ্যে আনবেন।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত মেঘনার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন। সেই অভিযোগে বলা হয়, একজন নারী তাঁর কাছ থেকে ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। মন্ত্রণালয় বিষয়টি ‘অধিক গুরুত্ব’ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। বিষয়টি তদারকির দায়িত্ব পালন করেন একজন বিশেষ সহকারী। তিনিই ডিবি পুলিশকে ঘটনাটি জানান।
৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, ‘পুলিশ পরিচয়ে কিছু লোক’ তাঁর বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন। পরদিন তাঁকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকের কথা জানায় ডিএমপি। ১০ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের আটকাদেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী।
এদিকে মেঘনাকে গ্রেপ্তারের পর গত শুক্রবার বিকেলে মেঘনার পরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমীরকে (৫৮) গ্রেপ্তার করা হয়। দেওয়ান সমীর ‘কাউলি গ্রুপের’ নির্বাহী হিসেবে কর্মরত। এই গ্রুপের ভিসা প্রসেসিং সেন্টার আছে, যার মাধ্যমে জাপানের ভিসা প্রক্রিয়া হয়। মেঘনা আলম এ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার সমীরকে ‘চাঁদাবাজির’ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বদরুল আলম আজকের পত্রিকাকে বলেন, তিন দশক আগে তাঁরা বরিশাল থেকে ঢাকায় আসেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং একজন রাজনৈতিক গবেষক। তাঁর চার মেয়ের মধ্যে মেঘনা সবার বড়।
মেঘনা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও তিনি উদ্যোক্তা হিসেবে কাজ করছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় থাকতেন।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মেঘনা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অপচেষ্টা করছিলেন। তিনি আরও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। তাঁদের অনেকে এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মেঘনার ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাবে না।’
আরও খবর পড়ুন:
সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়েছিল আট মাস আগে। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে সখ্য। মাঝেমধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন এই সৌদি কর্মকর্তা। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র চার মাস পর গত বছরের ডিসেম্বরে গোপনে তাঁদের বাগদানও সম্পন্ন হয়। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।
কারাগারে থাকা মেঘনার বাবা বদরুল আলমের সঙ্গে আজ কথা বলেছে আজকের পত্রিকা। তিনি বলেন, মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ঈসার পরিচয় করিয়ে দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাঁদের। সেখান থেকে বন্ধুত্বের শুরু। মেঘনার ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে সামাজিক উদ্যোগে সহযোগিতাও করেন রাষ্ট্রদূত।
বদরুল আলম জানান, পরিচয়ের চার মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা পরিবারকে জানায়, পরদিন তাঁদের বাগদান হবে। মেঘনার পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ। কিন্তু বাগদানের কিছুদিন পরই রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান রয়েছে বলে মেঘনা জানতে পারেন।
পরিবারের দাবি, এরপর থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার দূরত্ব বাড়তে থাকে। তিনি মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। একপর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান।
তাঁর বাবা আজকের পত্রিকাকে বলেন, তাঁর মেয়ে চেয়েছিলেন, রাষ্ট্রদূত শুধু দুঃখপ্রকাশ করুন। কিন্তু সেই আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন, বিষয়টি প্রকাশ্যে আনবেন।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত মেঘনার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন। সেই অভিযোগে বলা হয়, একজন নারী তাঁর কাছ থেকে ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। মন্ত্রণালয় বিষয়টি ‘অধিক গুরুত্ব’ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। বিষয়টি তদারকির দায়িত্ব পালন করেন একজন বিশেষ সহকারী। তিনিই ডিবি পুলিশকে ঘটনাটি জানান।
৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, ‘পুলিশ পরিচয়ে কিছু লোক’ তাঁর বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন। পরদিন তাঁকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকের কথা জানায় ডিএমপি। ১০ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের আটকাদেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী।
এদিকে মেঘনাকে গ্রেপ্তারের পর গত শুক্রবার বিকেলে মেঘনার পরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমীরকে (৫৮) গ্রেপ্তার করা হয়। দেওয়ান সমীর ‘কাউলি গ্রুপের’ নির্বাহী হিসেবে কর্মরত। এই গ্রুপের ভিসা প্রসেসিং সেন্টার আছে, যার মাধ্যমে জাপানের ভিসা প্রক্রিয়া হয়। মেঘনা আলম এ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার সমীরকে ‘চাঁদাবাজির’ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বদরুল আলম আজকের পত্রিকাকে বলেন, তিন দশক আগে তাঁরা বরিশাল থেকে ঢাকায় আসেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং একজন রাজনৈতিক গবেষক। তাঁর চার মেয়ের মধ্যে মেঘনা সবার বড়।
মেঘনা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও তিনি উদ্যোক্তা হিসেবে কাজ করছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় থাকতেন।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মেঘনা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অপচেষ্টা করছিলেন। তিনি আরও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। তাঁদের অনেকে এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মেঘনার ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাবে না।’
আরও খবর পড়ুন:
বরিশালের আগৈলঝাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে সিয়াম মোল্লা (২২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
১৩ মিনিট আগেএসএসসি পরীক্ষা চলাকালে আজ সোমবার হঠাৎ কালবৈশাখীতে বরিশাল জিলা স্কুলকেন্দ্রের কয়েকটি কক্ষে বৃষ্টির পানি ঢোকে। কক্ষগুলোতে জানালার গ্লাস না থাকায় বৃষ্টির পানি ঢুকে খাতা ও প্রশ্নপত্র আংশিক ভিজে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এতে পরীক্ষায় বিঘ্ন ঘটেছে বলে জানান অভিভাবকেরা।
১৬ মিনিট আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রক্টরের বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, দোষীকে বাঁচিয়ে দিতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করেছেন তিনি।
৩১ মিনিট আগেরাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক
৩৪ মিনিট আগে