বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থক বলে জানা গেছে।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রায়হান মিয়া ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। নিহত লাভলু মিয়ার বাড়ি উপজেলার মধুপুরের রাজারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামের এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি পক্ষকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় লাভলু ও জাহিদুলসহ ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক। আজ বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি পক্ষ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ‘লাভলু মিয়ার মৃত্যুর ঘটনা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিতভাবে কোনো কাগজ হাতে পাইনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থক বলে জানা গেছে।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রায়হান মিয়া ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। নিহত লাভলু মিয়ার বাড়ি উপজেলার মধুপুরের রাজারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামের এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি পক্ষকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় লাভলু ও জাহিদুলসহ ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক। আজ বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি পক্ষ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
লাভলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ‘লাভলু মিয়ার মৃত্যুর ঘটনা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিতভাবে কোনো কাগজ হাতে পাইনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাটোর নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন হোসেন ও সাধারণ সম্পাদক নুহন খান নাঈম এবং
১২ মিনিট আগেলালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে। পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়।
১৮ মিনিট আগেকলাপাড়ায় নিজ দোকান থেকে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার আলীপুর বাজারের পুরাতন মাছের বাজারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩০ মিনিট আগে