কপি উৎপাদনের খরচই উঠছে না, হতাশ কৃষক

  • ৭৫ হেক্টরে ফুলকপি, ৬৫ হেক্টরে বাঁধাকপি এবং ৪ হেক্টর জমিতে ব্রকলি চাষ হয়েছে
  • উৎপাদন খরচ ২৫ টাকার বেশি হলেও বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকা করে
  • ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
Thumbnail image
সিরাজদিখানে ব্রকলি হাতে কৃষক। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লোকসানের মুখে পড়েছেন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলিচাষিরা। তাঁরা জানিয়েছেন, প্রতিটি কপির উৎপাদন খরচ ২৫ টাকা ছাড়ালেও এখন তা বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকায়। এ অবস্থায় সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে গিয়ে দেখা গেছে, জমি থেকে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষক আরিফ মিল্কি।

আরিফ মিল্কি বলেন, ‘এ বছর আমি ৬৩ শতাংশ জমি সনজমা (ভাড়া) রেখে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি চাষ করেছি। প্রতিটি কপি চাষে খরচ পড়েছে ২৫ টাকা করে। তবে এখন বাজারদর অনুসারে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকা করে। প্রতিটিতে আমার ২০ টাকা লোকসান হচ্ছে।’

কৃষক আরিফ আরও বলেন, ‘এ বছর আমার ৬৩ শতাংশ জমিতে কপি চাষে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা এবং বিক্রি হয়েছে ৪০ হাজার টাকার মতো। এখনো অনেক কপি জমিতে আছে। চেষ্টা করছি সেগুলো দ্রুত বিক্রি করে লোকসান কমাতে। এখন পরিবার নিয়ে আমার চলাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ জানাই, ভর্তুকি দিয়ে আমাদের সহযোগিতা করা হোক।’

দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক মো. ফুলচান খান বলেন, ‘আমি ২৮ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৪২ হাজার, বিক্রি করেছি ২২ হাজার টাকা। এতে আমার লোকসান হয়েছে ২০ হাজার টাকা।’

এদিন দুপুরে সিরাজদিখান বাজারে সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে প্রতিটি ফুলকপি ১০-১৫, বাঁধাকপি ১৫-২০ এবং ব্রকলি ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সিরাজদিখান বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ বাজারে বিভিন্ন গ্রাম থেকে আসে ফুলকপি, ব্রকলি ও বাঁধাকপি। আমি এখন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছি। কৃষক থেকে ৫-১০ টাকা করে কিনেছি। আগের থেকে সব সবজির দাম কমেছে।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির দাম পাচ্ছেন না কৃষক। আমরা সব সময় তাঁদের একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষের পরামর্শ দিয়ে আসছি। কিন্তু গতবার দাম বেশি পাওয়ায় সবাই একসঙ্গে কপি চাষ করেছেন। আগাম জাতের ফুলকপি চাষ হলে এ সমস্যা তৈরি হতো না।’

এ কর্মকর্তা আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ফুলকপি ৭৫ হেক্টরে, বাঁধাকপি ৬৫ হেক্টরে, ব্রকলি ৪ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত