কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, শ্বশুর গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮: ৪৭
Thumbnail image
গ্রেপ্তার আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগের মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম (৫৬) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ফকিরটারী গ্রামের বাসিন্দা। পুত্রবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়েরের পর তাঁকে বিকেল ৪টার দিকে রংপুর আদালতে পাঠানো হয়।

মামলার উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই আব্দুস সালাম শ্লীলতাহানির চেষ্টা করতেন তাঁর পুত্রবধূকে। আচরণ পরিবর্তন করতে এ নিয়ে কয়েকবার সালিসও হয়েছে। শ্বশুরকে বারবার নিষেধ করলেও তিনি ঠিক হননি। সুযোগ পেলেই পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিতেন। ২৬ জানুয়ারি রোববার রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজে বাড়ির বাইরে যান। এ সুযোগে আব্দুস সালাম গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চিৎকারে প্রতিবেশী লোকজন আব্দুস সালামকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মামলার আসামি আব্দুল সালামকে গ্রেপ্তার করে রংপুর কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতে জবানবন্দি রেকর্ড করে ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত