সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙা বেড়িবাঁধ ৩০ ঘণ্টায়ও মেরামত করা সম্ভব হয়নি। এতে করে লোকালয় প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ফেলে আগামীকাল বুধবারের মধ্যে বাঁধ সংস্কার করা সম্ভব হবে।
ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার সকালে বিছট পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে ভাঙন এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করা হয়। তবে দুপুরে প্রবল জোয়ারের তোড়ে বাঁধের প্রায় ১৫০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বাঁধ ভেঙে বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়াসহ ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর জমির বাগদা চিংড়ি ঘের ও কমপক্ষে এক হাজার হেক্টর জমির বোরো ধান। মাছের ঘের ভেসে যাওয়ায় অনেকে হয়েছেন নিঃস্ব। অনেকের হাঁস-মুরগি ভেসে গেছে পানিতে। মৎস্য ও কৃষি খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা। ডুবে আছে শতাধিক বসতবাড়ি।
বিছট গ্রামের রহমত আলী বলেন, ‘আমার ১৫০ বিঘা জমিতে বাগদার চাষ ছিল। একটি মাছও এখন আর নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
বাঁধ মেরামত নিয়ে আজ মঙ্গলবার কথা হলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, নদীতে পরবর্তী ভাটার সময় বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ রয়েছে। কিন্তু বার্জ (নৌযান) ছাড়া জিও ব্যাগ ফেলা সম্ভব নয়। গাবুরায় একটি বার্জ রয়েছে। সেটি আনা হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যে বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে।’
আজ বিছট এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি জানান, অনেক মানুষ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। তাঁদের ত্রাণসহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙা বেড়িবাঁধ ৩০ ঘণ্টায়ও মেরামত করা সম্ভব হয়নি। এতে করে লোকালয় প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ফেলে আগামীকাল বুধবারের মধ্যে বাঁধ সংস্কার করা সম্ভব হবে।
ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার সকালে বিছট পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে ভাঙন এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করা হয়। তবে দুপুরে প্রবল জোয়ারের তোড়ে বাঁধের প্রায় ১৫০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বাঁধ ভেঙে বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়াসহ ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর জমির বাগদা চিংড়ি ঘের ও কমপক্ষে এক হাজার হেক্টর জমির বোরো ধান। মাছের ঘের ভেসে যাওয়ায় অনেকে হয়েছেন নিঃস্ব। অনেকের হাঁস-মুরগি ভেসে গেছে পানিতে। মৎস্য ও কৃষি খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা। ডুবে আছে শতাধিক বসতবাড়ি।
বিছট গ্রামের রহমত আলী বলেন, ‘আমার ১৫০ বিঘা জমিতে বাগদার চাষ ছিল। একটি মাছও এখন আর নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
বাঁধ মেরামত নিয়ে আজ মঙ্গলবার কথা হলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, নদীতে পরবর্তী ভাটার সময় বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ রয়েছে। কিন্তু বার্জ (নৌযান) ছাড়া জিও ব্যাগ ফেলা সম্ভব নয়। গাবুরায় একটি বার্জ রয়েছে। সেটি আনা হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যে বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে।’
আজ বিছট এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি জানান, অনেক মানুষ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। তাঁদের ত্রাণসহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের আগৈলঝাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে সিয়াম মোল্লা (২২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
১৩ মিনিট আগেএসএসসি পরীক্ষা চলাকালে আজ সোমবার হঠাৎ কালবৈশাখীতে বরিশাল জিলা স্কুলকেন্দ্রের কয়েকটি কক্ষে বৃষ্টির পানি ঢোকে। কক্ষগুলোতে জানালার গ্লাস না থাকায় বৃষ্টির পানি ঢুকে খাতা ও প্রশ্নপত্র আংশিক ভিজে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এতে পরীক্ষায় বিঘ্ন ঘটেছে বলে জানান অভিভাবকেরা।
১৬ মিনিট আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রক্টরের বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, দোষীকে বাঁচিয়ে দিতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করেছেন তিনি।
৩১ মিনিট আগেরাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক
৩৪ মিনিট আগে