মেডিকেলে ভর্তি
কুড়িগ্রাম প্রতিনিধি
বাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
মাজেদুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার গ্রামে। বাবা মো. আবুল হোসেন ও মা মোছা. মর্জিনা বেগম।
কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করা মাজেদুল বলেন, ‘মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিলেছে। কিন্তু ভর্তির টাকাসহ আনুষঙ্গিক খরচ মেটানোর সামর্থ্য নেই। অন্যের সহযোগিতা ছাড়া আমার মেডিকেলে পড়া সম্ভব নয়। ভর্তি নিয়েই অনিশ্চয়তায় আছি।’
মাজেদুলের মা মর্জিনা বলেন, ‘কাইয়ো (কেউ) সাহায্য-সহযোগিতা করলে ছেলেটা পড়বার পাইলো হয়।’
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘মাজেদুল মেধাবী শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সমাজের সামর্থ্যবানেরা এগিয়ে এলে সে স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে পারবে।’
বাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
মাজেদুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার গ্রামে। বাবা মো. আবুল হোসেন ও মা মোছা. মর্জিনা বেগম।
কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করা মাজেদুল বলেন, ‘মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিলেছে। কিন্তু ভর্তির টাকাসহ আনুষঙ্গিক খরচ মেটানোর সামর্থ্য নেই। অন্যের সহযোগিতা ছাড়া আমার মেডিকেলে পড়া সম্ভব নয়। ভর্তি নিয়েই অনিশ্চয়তায় আছি।’
মাজেদুলের মা মর্জিনা বলেন, ‘কাইয়ো (কেউ) সাহায্য-সহযোগিতা করলে ছেলেটা পড়বার পাইলো হয়।’
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘মাজেদুল মেধাবী শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সমাজের সামর্থ্যবানেরা এগিয়ে এলে সে স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে পারবে।’
ঢাকার তুলনামূলকভাবে নতুন পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগরে প্রতিনিয়ত চলছে নতুন ভবনের নির্মাণকাজ। অবকাঠামো নির্মাণ আবাসিক প্রকল্পের অনিবার্য অংশ হলেও সতর্কতার অভাবে বিষয়টি এলাকার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৪ ঘণ্টা আগেটগবগে যুবক রাকিব মহাজন। দালালদের খপ্পরে পড়ে ২০ বছর বয়সে বাড়ি থেকে বের হন ইউরোপের দেশ ইতালি যাবেন বলে। এ জন্য দালালকে দিতে হয়েছে ২৭ লাখ টাকা। কিন্তু তিন বছরেও পৌঁছাতে পারেননি ইতালি। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাঁকে।
৪ ঘণ্টা আগে‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৬ ঘণ্টা আগেদিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।
৬ ঘণ্টা আগে