Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে আছে গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে আছে গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে রওনা হওয়া মানুষ।

আজ শনিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমীর স্নান উৎসব উপলক্ষে ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে লাখো মানুষের আগমন ঘিরে এই যানজট তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। এ ছাড়া মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীদের যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে যানজটে সৃষ্টি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে আছে গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে আছে গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা গেছে, তীব্র যানজটের কারণে অধিকাংশ লোককে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেকেই আবার গাড়ি থেকে নেমে বাসায় ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা।

সগির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘মালিবাগে যাওয়ার জন্য ৩০ মিনিট আগে কাঁচপুর মোড় থেকে নাফ বাসে উঠেছি। কিন্তু রাস্তায় এত যানজট যে বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে।’

বাবুল মিয়া নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘দীর্ঘক্ষণ বাসে বসে আছি। কতক্ষণ রাস্তার এই অবস্থা থাকবে জানি না। তাই হেঁটেই গার্মেন্টসে যাব।’

এ নিয়ে কথা হলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, লাঙ্গলবন্দ স্নানের জন্য পুণ্যার্থীদের আগমন ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় ২০টি দল মহাসড়কে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত