পরিচয় মিলেছে পূর্বাচলে লেক থেকে উদ্ধার হওয়া সেই তরুণীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।

নিহত সুজানা রাজধানীর কাফরুল থানার কচুখেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে আর বাসায় ফিরেনি। আজ মঙ্গলবার সকালে সুজানার লাশ উদ্ধার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে সুজানার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

পুলিশ জানায়, সুজানার মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেলের হেলমেট পাওয়া যায়। হেলমেটটি সুজানার বন্ধু ১০ম শ্রেণির শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার। তারা উভয়েই কাফরুল এলাকার বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে ওই বন্ধু। তার সন্ধান চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত