বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
২ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৫ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে