Ajker Patrika

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
সীমান্তে জব্দ ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত
সীমান্তে জব্দ ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সীমান্তে জব্দ ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত
সীমান্তে জব্দ ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ২০৪টি, সানগ্লাস ১৮০০টি, নিভিয়া সফট ক্রিম ৬৩০টি, ৩১ কেজি সার্ফ এক্সেল, মদ ৯৬ বোতল, মোটরসাইকেল তিনটি, বাংলাদেশি রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিধি মোতাবেক আটক চোরাচালানের মালামালগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত