নিজস্ব প্রতিবেদক, বরিশাল
যোগদানের পরদিনই নানা ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচীতা শরমিন। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দল বানচালের ষড়যন্ত্র করছে’, এমন দাবি করে গত বছরের ২৩ নভেম্বর ৩৫০ বিশিষ্ট নাগরিক ও শিক্ষক যে বিবৃতি দিয়েছিলেন, সেখানে ড. শুচীতা শরমিনের নাম ছিল ১০৮ নম্বরে।
গতকাল মঙ্গলবার শেষ বিকেলে ববিতে যোগদানকালে নতুন উপাচার্য ড. শুচীতার চারপাশ ঘিরে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা। গত আগস্টে নানা অভিযোগে তৎকালীন উপাচার্য ড. বদরুজ্জামানের পাশাপাশি প্রক্টর, প্রভোস্টসহ প্রায় ১৯টি গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন ওই শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, গতকাল বিকেলে ড. শুচীতা শরমিনকে বহনকারী গাড়ি ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে রাখেন আওয়ামী লীগ–সমর্থিত শিক্ষকেরা। তাঁরা গত ২০ আগস্ট তৎকালীন উপাচার্যের সঙ্গে বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করা ৩৫ জন শিক্ষককে হেনস্তা করেছিলেন এই শিক্ষকেরাই।
নতুন উপাচার্য তাঁর কার্যালয়ে প্রবেশের পর থেকে ওই শিক্ষকেরা কাছে গিয়ে নিজেদের পরিচয় দিতে শুরু করেন। এ সময় কেউ নিজেকে শিক্ষক নেতা, কেউ সাবেক প্রক্টর, কেউ সাবেক প্রভোস্ট পরিচয় দেন। যদিও বিশ্ববিদ্যালয়ে এখন রাজনীতি নিষিদ্ধ। এ ঘটনার পর ববি শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের সঙ্গে দেখা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাঁরা বিপক্ষে ছিলেন তাঁদের বিষয়ে আপত্তি জানান।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমান উপাচার্য গণ-অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন। তিনি ববিতে উদার, নিরপেক্ষ ও যৌক্তিক ভূমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘পদত্যাগী উপাচার্যের সঙ্গে যেসব ব্যক্তি স্বৈরাচারী সরকারের তল্পিবাহক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে থেকে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ ও সমর্থনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন, হেনস্তা করেছেন, তাঁদের ব্যাপারে বর্তমান উপাচার্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে আশা রাখি। বিতর্কিত ও শিক্ষার্থীবান্ধব না এমন কোনো ব্যক্তিকে আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে দেখতে চাই না।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ববির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচীতা শরমিন আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি জীবনে কোনো বিবৃতিতে স্বাক্ষর করিনি। এমন মিথ্যা অভিযোগে আমি বিব্রত।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলাম। যোগদানকালে আমাকে যাঁরা বিশ্ববিদ্যালয়ে রিসিভ করেছেন, তাঁরা কোন দলের শিক্ষক—তা জানা ছিল না। এ বিষয় বুঝতে সময় লাগবে।’
শিক্ষার্থীদের আপত্তির বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, ছাত্ররা তাঁর কাছে এসে বলেছেন, অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমরা তাঁদের বিষয়ে আপনার সঙ্গে (ভিসি) পরে কথা বলব। উপাচার্য বলেন, ‘আমি ছাত্রদের সঙ্গে যেকোনো সময়ে কথা বলতে প্রস্তুত।’
আরও খবর পড়ুন:
যোগদানের পরদিনই নানা ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচীতা শরমিন। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দল বানচালের ষড়যন্ত্র করছে’, এমন দাবি করে গত বছরের ২৩ নভেম্বর ৩৫০ বিশিষ্ট নাগরিক ও শিক্ষক যে বিবৃতি দিয়েছিলেন, সেখানে ড. শুচীতা শরমিনের নাম ছিল ১০৮ নম্বরে।
গতকাল মঙ্গলবার শেষ বিকেলে ববিতে যোগদানকালে নতুন উপাচার্য ড. শুচীতার চারপাশ ঘিরে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা। গত আগস্টে নানা অভিযোগে তৎকালীন উপাচার্য ড. বদরুজ্জামানের পাশাপাশি প্রক্টর, প্রভোস্টসহ প্রায় ১৯টি গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন ওই শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, গতকাল বিকেলে ড. শুচীতা শরমিনকে বহনকারী গাড়ি ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে রাখেন আওয়ামী লীগ–সমর্থিত শিক্ষকেরা। তাঁরা গত ২০ আগস্ট তৎকালীন উপাচার্যের সঙ্গে বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করা ৩৫ জন শিক্ষককে হেনস্তা করেছিলেন এই শিক্ষকেরাই।
নতুন উপাচার্য তাঁর কার্যালয়ে প্রবেশের পর থেকে ওই শিক্ষকেরা কাছে গিয়ে নিজেদের পরিচয় দিতে শুরু করেন। এ সময় কেউ নিজেকে শিক্ষক নেতা, কেউ সাবেক প্রক্টর, কেউ সাবেক প্রভোস্ট পরিচয় দেন। যদিও বিশ্ববিদ্যালয়ে এখন রাজনীতি নিষিদ্ধ। এ ঘটনার পর ববি শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের সঙ্গে দেখা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাঁরা বিপক্ষে ছিলেন তাঁদের বিষয়ে আপত্তি জানান।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমান উপাচার্য গণ-অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন। তিনি ববিতে উদার, নিরপেক্ষ ও যৌক্তিক ভূমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘পদত্যাগী উপাচার্যের সঙ্গে যেসব ব্যক্তি স্বৈরাচারী সরকারের তল্পিবাহক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে থেকে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ ও সমর্থনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন, হেনস্তা করেছেন, তাঁদের ব্যাপারে বর্তমান উপাচার্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে আশা রাখি। বিতর্কিত ও শিক্ষার্থীবান্ধব না এমন কোনো ব্যক্তিকে আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে দেখতে চাই না।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ববির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচীতা শরমিন আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি জীবনে কোনো বিবৃতিতে স্বাক্ষর করিনি। এমন মিথ্যা অভিযোগে আমি বিব্রত।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলাম। যোগদানকালে আমাকে যাঁরা বিশ্ববিদ্যালয়ে রিসিভ করেছেন, তাঁরা কোন দলের শিক্ষক—তা জানা ছিল না। এ বিষয় বুঝতে সময় লাগবে।’
শিক্ষার্থীদের আপত্তির বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, ছাত্ররা তাঁর কাছে এসে বলেছেন, অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমরা তাঁদের বিষয়ে আপনার সঙ্গে (ভিসি) পরে কথা বলব। উপাচার্য বলেন, ‘আমি ছাত্রদের সঙ্গে যেকোনো সময়ে কথা বলতে প্রস্তুত।’
আরও খবর পড়ুন:
সাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত ৫ আগস্ট রাজশাহী নগরের শাহমখদুম কলেজের কাছে তিনি গুলিবিদ্ধ হন। পরে ওই এলাকার একটি বাসায় তিনি মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পরই আওয়ামী সরকারের পতন ঘটে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাঁদের...
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রসারিত ছয় লেন জাতীয় মহাসড়কের ভূমি অধিগ্রহণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জমির শ্রেণি পরিবর্তন, স্থাপনার জন্য ক্ষতিপূরণসহ নানা কাজে ঘুষ-বাণিজ্যের মহোৎসব চলছে। এতে ব্যক্তি লাভবান হলেও সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। অভিযোগ রয়েছে, গাইবান্ধা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শ
৯ ঘণ্টা আগেঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ১১টি অকেজো গাড়ি বছরের পর বছর ধরে খোলা জায়গায় পড়ে রয়েছে। বিভিন্ন উন্নয়ন ও গবেষণা প্রকল্পের জন্য কেনা এসব যান এখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। চুরি হচ্ছে যন্ত্রাংশ। গাড়িগুলো এভাবে ফেলে না রেখে নিলামে বিক্রি করা হলে সরকারের এ খাত থেকে আয় হতো ব
৯ ঘণ্টা আগে