Ajker Patrika

নির্বাচনে আমরা সোজা পথে থাকব: বরিশালের পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নির্বাচনে আমরা সোজা পথে থাকব: বরিশালের পুলিশ কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার জিহাদুল কবির বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যা যা দরকার তাই করা হবে। আমরা জাতীয় নির্বাচনে সোজা পথে থাকবো। এঁকে বেঁকে থাকবো না।’

আজ শুক্রবার বিকেলে বিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ কমিশনার জিহাদুল এসব কথা বলেন। 

জাতীয় নির্বাচনে সহযোগিতা কামনা করে বলেন, নগরবাসী পুলিশের কাছে যাতে নির্ভয়ে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। এমনকি কমিশনারের কার্যালয়ও থাকবে সবার জন্য উন্মুক্ত। দেখা করতে কোনো বাধা নেই। 

পুলিশ কমিশনার আরও বলেন, বিএমপিতে জিডি, মামলা, ক্লিয়ারেন্স নিতে পুলিশ কোনো টাকা নেবে না। এ জন্য মামলা বাড়লো কি কমলো সেটা বিষয় নয়। জিডি নয়, অপরাধ হলেই মামলা হবে। 

কমিশনার জিহাদুল আগামী এক মাসের মধ্যে একটি সাইবার ক্রাইম ইউনিট গড়ে তোলার আশ্বাস দেন। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা নগরীতে অবৈধ যানবাহন রোধ, চাঁদাবাজী, নির্বাচনকালীন সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, বরিশাল প্রেসক্লাব সাধারণ সস্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত