আমতলী (বরগুনা) প্রতিনিধি
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৪ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৪২ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে