পটুয়াখালী প্রতিনিধি
সদ্য চালুকৃত পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে উল্টো যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রাইয়ান (১৪)। সে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে। আহত একজনের নাম মোরসেদ খান ও বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি।
নিহত রাইয়ানের বন্ধুরা জানায়, রাইয়ান বন্ধুদের নিয়ে পটুয়াখালী থেকে পায়রা সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। ফেরি ঘাটের রাস্তা দিয়ে সহজে ব্রিজে ওঠার পথ রয়েছে। পটুয়াখালী আসার পথে রং সাইড দিয়ে আসলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মেডিকেল অফিসার ডা. নুরুনাহার জানান, রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা এস আই বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে যাচ্ছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, দূর্ঘটনার খবর পেয়েছে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পায়রা সেতুর পূর্ব পাশের লেনে উল্টো পথে মোটরসাইকেল ও অটো চলাচল নিয়ে কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন স্থানীয়রা। উদ্বোধনের কয়েক দিন যেতে না যেতেই এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন।
সদ্য চালুকৃত পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে উল্টো যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রাইয়ান (১৪)। সে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে। আহত একজনের নাম মোরসেদ খান ও বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি।
নিহত রাইয়ানের বন্ধুরা জানায়, রাইয়ান বন্ধুদের নিয়ে পটুয়াখালী থেকে পায়রা সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। ফেরি ঘাটের রাস্তা দিয়ে সহজে ব্রিজে ওঠার পথ রয়েছে। পটুয়াখালী আসার পথে রং সাইড দিয়ে আসলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মেডিকেল অফিসার ডা. নুরুনাহার জানান, রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা এস আই বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে যাচ্ছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, দূর্ঘটনার খবর পেয়েছে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পায়রা সেতুর পূর্ব পাশের লেনে উল্টো পথে মোটরসাইকেল ও অটো চলাচল নিয়ে কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন স্থানীয়রা। উদ্বোধনের কয়েক দিন যেতে না যেতেই এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৩ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
৮ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১১ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৫ মিনিট আগে