Ajker Patrika

জাজিরা দুর্ঘটনা: ‘পরোপকারী’ রানার জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১০: ০৫
জাজিরা দুর্ঘটনা: ‘পরোপকারী’ রানার জন্য হাহাকার

মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।

মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়। 

বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন। 

মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’ 

মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত