নিজস্ব প্রতিবেদক, বরিশাল
দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শাম্মী আহমেদের ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাঁর আপিলের শুনানি হবে।
এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়েন আওয়ামী লীগের এ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। এ-সংক্রান্ত তাঁর আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।
তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার আর সুযোগ নেই।
গত ৩০ নভেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. শাম্মী আহমেদ। একই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটাই চুপ থাকলেও শেষ দিকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ নাথ।
এরপর তিনি ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। পরে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শাম্মীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ বিষয়ে ড. শাম্মী আহমেদ বলেন, তিনি গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় পদ হারান পঙ্কজ নাথ। একই সঙ্গে দলের মনোনয়ন বঞ্চিত হন। আসনটিতে মনোনয়ন পান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শাম্মী আহমেদের ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাঁর আপিলের শুনানি হবে।
এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়েন আওয়ামী লীগের এ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। এ-সংক্রান্ত তাঁর আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।
তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার আর সুযোগ নেই।
গত ৩০ নভেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. শাম্মী আহমেদ। একই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটাই চুপ থাকলেও শেষ দিকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ নাথ।
এরপর তিনি ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। পরে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শাম্মীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ বিষয়ে ড. শাম্মী আহমেদ বলেন, তিনি গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় পদ হারান পঙ্কজ নাথ। একই সঙ্গে দলের মনোনয়ন বঞ্চিত হন। আসনটিতে মনোনয়ন পান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
১ ঘণ্টা আগেমেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলক্ষেতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের আটক করে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত...
১ ঘণ্টা আগে