উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২২: ৩৪
Thumbnail image

বরগুনার আমতলী উপজেলার স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী, স্ত্রীসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কুদ্দুস গাজী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

আহত ব্যক্তিরা হলেন স্বামী জাফর গাজী (৩৫), স্ত্রী মুক্তার বেগম (২৮), শালি শিরীন বেগম (২৪) ও শাশুড়ি রাহেলা বেগম (৫০)। পরে স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ভুক্তভোগী জাফর গাজী বলেন, ‘আমি আমতলীর গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। ওই বাসার প্রতিবেশী কুদ্দুস গাজী আমার স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে। এতে বাধা দেওয়ায় কুদ্দুস গাজী আমাকে মারধর করে। আমাকে রক্ষায় আমার স্ত্রী, শালি ও শাশুড়ি এগিয়ে এলে কুদ্দুস গাজী ও তার সহযোগী সাহাবুদ্দিন গাজী, ছালাম গাজী ও বরজান গাজী তাঁদেরও মারধর করে। আমার বাড়ি এ এলাকায় না হওয়ায় কুদ্দুস গাজী আমার পরিবারের ওপর নির্যাতন করছেন। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুদ্দুস গাজী উত্ত্যক্তের কথা অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান খান বলেন, আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত