শরীরে ময়লা লাগায় প্রকৌশলীকে মারধর: সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২১: ০০
Thumbnail image
সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

শরীরে ময়লা লাগায় প্রকৌশলীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ বুধবার বরিশাল কোতয়ালি আমলী আদালতে মামলা দায়ের করেন করপোরেশনের বর্তমান উপসহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির। আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামি হলেন-সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, করপোরেশনের বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, শ্রমিক লীগ নেতা রইছ আহমেদ মান্না, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিম প্রমুখ।

মামলার বাদীর আইনজীবী অ্যাড. শেখ মাসুদুর রহমান বলেন, তার মক্কেল হামলার শিকার হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে বাদী সিটি করপোরেশনের উপ সহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির বলেন, নগরের টাউন হলের সামনে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কার্যক্রম চলছিল। এক পর্যায়ে ড্রেনের ময়লা ছিটে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গায়ে লাগে।

এ ঘটনায় প্রকাশ্যে সবার সামনে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেছে। ওই ঘটনার বিচার চেয়ে মামলাটি দায়ের করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত