নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শরীরে ময়লা লাগায় প্রকৌশলীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ বুধবার বরিশাল কোতয়ালি আমলী আদালতে মামলা দায়ের করেন করপোরেশনের বর্তমান উপসহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির। আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামি হলেন-সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, করপোরেশনের বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, শ্রমিক লীগ নেতা রইছ আহমেদ মান্না, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিম প্রমুখ।
মামলার বাদীর আইনজীবী অ্যাড. শেখ মাসুদুর রহমান বলেন, তার মক্কেল হামলার শিকার হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে বাদী সিটি করপোরেশনের উপ সহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির বলেন, নগরের টাউন হলের সামনে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কার্যক্রম চলছিল। এক পর্যায়ে ড্রেনের ময়লা ছিটে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গায়ে লাগে।
এ ঘটনায় প্রকাশ্যে সবার সামনে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেছে। ওই ঘটনার বিচার চেয়ে মামলাটি দায়ের করেছি।
শরীরে ময়লা লাগায় প্রকৌশলীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ বুধবার বরিশাল কোতয়ালি আমলী আদালতে মামলা দায়ের করেন করপোরেশনের বর্তমান উপসহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির। আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামি হলেন-সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, করপোরেশনের বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, শ্রমিক লীগ নেতা রইছ আহমেদ মান্না, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিম প্রমুখ।
মামলার বাদীর আইনজীবী অ্যাড. শেখ মাসুদুর রহমান বলেন, তার মক্কেল হামলার শিকার হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে বাদী সিটি করপোরেশনের উপ সহকারি প্রকৌশলী মো. রেজাউল কবির বলেন, নগরের টাউন হলের সামনে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কার্যক্রম চলছিল। এক পর্যায়ে ড্রেনের ময়লা ছিটে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গায়ে লাগে।
এ ঘটনায় প্রকাশ্যে সবার সামনে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেছে। ওই ঘটনার বিচার চেয়ে মামলাটি দায়ের করেছি।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে রাতে জ্বলে না অনেক বাতি। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারাচ্ছন্ন সড়কে চলতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার পরিবেশের কারণে বেড়েছে অপরাধ ও দুর্ঘটনার ঝুঁকিও।
১৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বেদম পিটিয়ে সন্ত্রাসীরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্
১ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৫ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও কথিত শান্তি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মুচলেকা দিয়ে পার পেয়ে
২ ঘণ্টা আগেরাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তা
১০ ঘণ্টা আগে