প্রবারণা উৎসবে কুয়াকাটায় আতশবাজি-রঙিন ফানুসের মেলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২: ৫০
Thumbnail image

পটুয়াখালীর কুয়াকাটায় বৌদ্ধধর্মাবলম্বীসহ অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে রোববার রাতে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে গৌতম বুদ্ধ স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে রাখাইন মাঠে শতাধিক রং-বেরঙের ফানুস উড়িয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয়। এ সময় আতশবাজি ও নাচেগানে মাতোয়ারা হয়ে ওঠে রাখাইন তরুণ-তরুণীরা। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা করা হয়। 

এ ছাড়া দিনভর মন্দিরে মন্দিরে ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। আজ সোমবারও বিহারগুলোতে এ উৎসব চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, কলাপাড়া উপজেলার কুয়াকাটা কেরানীপাড়া, গোড়া আমখোলা পাড়া, মিশ্রিপাড়া, কালাচাঁদপাড়া, নয়াপাড়া, তুলাতলীপাড়াসহ ১০টি বৌদ্ধপাড়া একযোগে দিনটি উদ্‌যাপন উপলক্ষে নানা ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব উদ্‌যাপিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব। 

মিশ্রিপাড়ার মন্দিরের পুরোহিত গৌতম ভিক্ষু আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাব্রত থাকার পরে তিন মাসের যে পূর্ণিমাতে শেষ হয় সেটাই প্রবারণা পূর্ণিমা। প্রবারণা অর্থ হলো আহ্বান করা। অর্থাৎ যদি আমার কোনো ভুলত্রুটি, অপরাধ, পাপ, অকুশল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়ে দিন বলে একে অপরকে আহ্বান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত