নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ স্পিডবোটের তিন যাত্রীর সন্ধান এখনো মেলেনি। গত বৃহস্পতিবার বিকেলে নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। তবে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি সনাতন সরকার জানান, মামলায় নামধারী দুজন ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। নামধারীদের মধ্যে স্পিডবোটের চালক আল-আমিন ও বাল্কহেডের চালক আটক শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কোরালতলী এলাকার বাসিন্দা খালেক মাঝি রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলার উত্তর চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা স্পিডবোটের চালক মো. আল আমিন (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোওয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে রাসেল আমিন (২৫) ও বাবুগঞ্জের রহমতপুরের দুলাল দাসের ছেলে সজল দাস (৩০)।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া স্পিডবোট উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনার পর নদী থেকে উদ্ধার করা জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ স্পিডবোটের তিন যাত্রীর সন্ধান এখনো মেলেনি। গত বৃহস্পতিবার বিকেলে নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। তবে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি সনাতন সরকার জানান, মামলায় নামধারী দুজন ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। নামধারীদের মধ্যে স্পিডবোটের চালক আল-আমিন ও বাল্কহেডের চালক আটক শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কোরালতলী এলাকার বাসিন্দা খালেক মাঝি রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলার উত্তর চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা স্পিডবোটের চালক মো. আল আমিন (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোওয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে রাসেল আমিন (২৫) ও বাবুগঞ্জের রহমতপুরের দুলাল দাসের ছেলে সজল দাস (৩০)।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া স্পিডবোট উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনার পর নদী থেকে উদ্ধার করা জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য নীতিমালা অনুযায়ী জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় রাত নামতেই শুরু হয় পদ্মা নদীর বালু লুটের মহোৎসব। প্রতিদিন প্রায় ৫০টি খননযন্ত্র (ড্রেজার) সক্রিয় থাকে ভোর পর্যন্ত। এতে ঝুঁকির মুখে পড়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধসহ দুই উপজেলার ডান তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে, আটক-জরিমানা করেও অবৈধ বালু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না।
৬ ঘণ্টা আগেবৃষ্টি দেখে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলুচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কৃষকেরা বলছেন, ভারী বৃষ্টি হলে আলুর জমির অনেক ক্ষতি হবে। আলুখেতে অতিরিক্ত পান
৬ ঘণ্টা আগেমায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
৬ ঘণ্টা আগে