ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনায় সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধারে অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি শুরু হয়। এদিকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয় জাহাজ জোহুর ও হুমায়ারা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাহাজটি পানির তলদেশ থেকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ জি এম আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে স্টিলের (তারের) মোটা ক্যাবল লাগানোর কাজ চলছে। সকালে একটি ক্যাবল লাগানো শেষ হয়েছে। রাতের মধ্যে আরও একটি ক্যাবল লাগানোর কাজ শেষ হবে। এরপর ওই ক্যাবল যাতে স্লিপ না কাটে সে জন্য জাম্প দেওয়া হবে। তারপর শুক্রবার থেকে আবার লিপ্টিং করা হবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।’
এদিকে পরিবেশ দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম জানান, জাহাজের নিরাপত্তা, তেল অপসারণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ কাজে নিয়োজিত থাকবেন।
পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসতে আরও পাঁচ দিন সময় লাগবে। তখন ক্ষতির পরিমাণ বলা যাবে।’
এদিকে দ্রুত জাহাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় ও পরিবেশবিদরা।
আরও পড়ুন:
ভোলার মেঘনায় সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধারে অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি শুরু হয়। এদিকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয় জাহাজ জোহুর ও হুমায়ারা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাহাজটি পানির তলদেশ থেকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ জি এম আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে স্টিলের (তারের) মোটা ক্যাবল লাগানোর কাজ চলছে। সকালে একটি ক্যাবল লাগানো শেষ হয়েছে। রাতের মধ্যে আরও একটি ক্যাবল লাগানোর কাজ শেষ হবে। এরপর ওই ক্যাবল যাতে স্লিপ না কাটে সে জন্য জাম্প দেওয়া হবে। তারপর শুক্রবার থেকে আবার লিপ্টিং করা হবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।’
এদিকে পরিবেশ দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম জানান, জাহাজের নিরাপত্তা, তেল অপসারণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ কাজে নিয়োজিত থাকবেন।
পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসতে আরও পাঁচ দিন সময় লাগবে। তখন ক্ষতির পরিমাণ বলা যাবে।’
এদিকে দ্রুত জাহাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় ও পরিবেশবিদরা।
আরও পড়ুন:
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১০ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে