আমতলী (বরগুনা) প্রতিনিধি
মামলা তুলে না নিলে মামলার বাদীসহ দুই ছেলেকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। আজ সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার বাদী লিপি বেগম এ অভিযোগ করেন।
মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার আঠারোগাছিয়া গ্রামের আল আমিন হাওলাদার সাড়ে তিন লাখ টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহিষকাটা নামক স্থানে জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা আল আমিন হাওলাদারকে আটকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাঁরা নারায়ণগঞ্জের একটি জায়গায় আটকে রাখেন। মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে তাঁর স্ত্রী লিপি বেগমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেন লিপি বেগম।
এরপরেও তাঁরা আল আমিনকে মুক্তি না দিয়ে বাকি তিন লাখ টাকা দাবি করেন। ২৭ অক্টোবর স্ত্রী লিপি বেগম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাকির হোসেন চৌকিদারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওসি এ কে এম মিজানুর রহমান মামলাটি বরগুনা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।
লিপি বেগম সংবাদ সম্মেলনে জানান, জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর দুই ছেলে আবদুল্লাহ ও লাবিবকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেন। পুলিশ প্রশাসনের কাছে তাঁর অপহৃত স্বামী আল আমিন হাওলাদারকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, অপহৃত আল আমিনকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
মামলা তুলে না নিলে মামলার বাদীসহ দুই ছেলেকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। আজ সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার বাদী লিপি বেগম এ অভিযোগ করেন।
মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার আঠারোগাছিয়া গ্রামের আল আমিন হাওলাদার সাড়ে তিন লাখ টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহিষকাটা নামক স্থানে জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা আল আমিন হাওলাদারকে আটকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাঁরা নারায়ণগঞ্জের একটি জায়গায় আটকে রাখেন। মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে তাঁর স্ত্রী লিপি বেগমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেন লিপি বেগম।
এরপরেও তাঁরা আল আমিনকে মুক্তি না দিয়ে বাকি তিন লাখ টাকা দাবি করেন। ২৭ অক্টোবর স্ত্রী লিপি বেগম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাকির হোসেন চৌকিদারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওসি এ কে এম মিজানুর রহমান মামলাটি বরগুনা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।
লিপি বেগম সংবাদ সম্মেলনে জানান, জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর দুই ছেলে আবদুল্লাহ ও লাবিবকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেন। পুলিশ প্রশাসনের কাছে তাঁর অপহৃত স্বামী আল আমিন হাওলাদারকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, অপহৃত আল আমিনকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
২৯ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগে