নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পঙ্কজ নাথ এমপির সমর্থকদের মারধর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও স্পিডবোট ঘাট দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া হামলা আজ সোমবারও অব্যাহত ছিল বলে জানা গেছে।
বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন। তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দীর্ঘ বছরের। এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
পঙ্কজ-সমর্থকদের অভিযোগ, গতকাল রোববার শাম্মী আহমেদকে প্রার্থী ঘোষণার পর রাত থেকে তাঁদের ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর শুরু হয়।
হিজলা-গৌরবদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘রোববার রাতে তাঁর ১টি ও তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির ব্যাপারী এবং ইউপি সদস্য জসিম মোল্লার ইটভাটায় হামলা চালানো হয়। এর মধ্যে তাঁর ইটভাটায় ভেকু মেশিন ও ট্রাক্টর চালিয়ে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। এতে কমপক্ষে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, রোববার রাতে খুন্না বাজারে তাঁর নির্মাণাধীন ভবনের পাশে টিনের ঘর ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সঙ্গে তাঁর বিরোধ থাকায় এ হামলা চালানো হয়। একই রাতে পঙ্কজ-সমর্থক বান্দেরহাট বাজারে গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ কাজীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
সোমবার সকালে হিজলা সরকারি ডিগ্রি কলেজে পঙ্কজ-সমর্থক কয়েকজন ছাত্রলীগ কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিপু সিকদার বলেন, ‘হিজলা-গৌরনদীতে কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক ইটভাটায় যাওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে তিনি ইউপি চেয়ারম্যান মিলনকে বলে তাদের নিবৃত্ত করি’
পঙ্কজ-সমর্থক মেহেন্দীগঞ্জ পৌর কাউন্সিলর মনির জমাদ্দার বলেন, ‘স্টিমারঘাট-সংলগ্ন স্পিডবোট ঘাটের তিনি বৈধ ইজারাদার। রোববার রাতে শাম্মী আহমেদের সমর্থকেরা এসে ঘাটের নিয়ন্ত্রণ নেয়। চরহোগলায় ছাত্রলীগের শাহাদতের রড-সিমেন্টের দোকান ভাঙচুর করা হয়।’
পঙ্কজ নাথ এমপি বলেন, ‘রোববার রাত থেকে মুঠোফোনে একের পর এক হামলার খবর পাচ্ছেন।’
ড. শাম্মী আহমেদের সমর্থক মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘কোথাও কোনো হামলা হয়নি। সব পঙ্কজ নাথের সাজানো নাটক। কামাল দাবি করেন, কোথাও অঘটন না করার জন্য কঠোর নির্দেশনা আছে।’
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পঙ্কজ নাথ এমপির সমর্থকদের মারধর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও স্পিডবোট ঘাট দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া হামলা আজ সোমবারও অব্যাহত ছিল বলে জানা গেছে।
বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন। তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দীর্ঘ বছরের। এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
পঙ্কজ-সমর্থকদের অভিযোগ, গতকাল রোববার শাম্মী আহমেদকে প্রার্থী ঘোষণার পর রাত থেকে তাঁদের ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর শুরু হয়।
হিজলা-গৌরবদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘রোববার রাতে তাঁর ১টি ও তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির ব্যাপারী এবং ইউপি সদস্য জসিম মোল্লার ইটভাটায় হামলা চালানো হয়। এর মধ্যে তাঁর ইটভাটায় ভেকু মেশিন ও ট্রাক্টর চালিয়ে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। এতে কমপক্ষে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, রোববার রাতে খুন্না বাজারে তাঁর নির্মাণাধীন ভবনের পাশে টিনের ঘর ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সঙ্গে তাঁর বিরোধ থাকায় এ হামলা চালানো হয়। একই রাতে পঙ্কজ-সমর্থক বান্দেরহাট বাজারে গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ কাজীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
সোমবার সকালে হিজলা সরকারি ডিগ্রি কলেজে পঙ্কজ-সমর্থক কয়েকজন ছাত্রলীগ কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিপু সিকদার বলেন, ‘হিজলা-গৌরনদীতে কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক ইটভাটায় যাওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে তিনি ইউপি চেয়ারম্যান মিলনকে বলে তাদের নিবৃত্ত করি’
পঙ্কজ-সমর্থক মেহেন্দীগঞ্জ পৌর কাউন্সিলর মনির জমাদ্দার বলেন, ‘স্টিমারঘাট-সংলগ্ন স্পিডবোট ঘাটের তিনি বৈধ ইজারাদার। রোববার রাতে শাম্মী আহমেদের সমর্থকেরা এসে ঘাটের নিয়ন্ত্রণ নেয়। চরহোগলায় ছাত্রলীগের শাহাদতের রড-সিমেন্টের দোকান ভাঙচুর করা হয়।’
পঙ্কজ নাথ এমপি বলেন, ‘রোববার রাত থেকে মুঠোফোনে একের পর এক হামলার খবর পাচ্ছেন।’
ড. শাম্মী আহমেদের সমর্থক মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘কোথাও কোনো হামলা হয়নি। সব পঙ্কজ নাথের সাজানো নাটক। কামাল দাবি করেন, কোথাও অঘটন না করার জন্য কঠোর নির্দেশনা আছে।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১১ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১৪ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৫ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে