খাইরুল ইসলাম, তালতলী (বরগুনা) থেকে
সারিসারি কফিন। এর মধ্যে একটি কফিনের গায়ে লেখা ‘মা ও মেয়ের লাশ’। আগুনে পুড়ে অঙ্গার মা ও মেয়ের মরদেহ দাফনও করা হয়েছে একই কবরে।
আজ শনিবার দুপুর ১টার দিকে বরগুনা পৌরসভার পোটকাখালীতে সরকারি কবরস্থানে অজ্ঞাত পরিচয় ২৯ জনের মরদেহ দাফন করা হয়। এখানে প্রথম কবরটিতেই দাফন করা হয় মা ও মেয়ের মরদেহ।
বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪১ জনের মধ্যে ৩৭ জনের মরদেহ বুঝে নিয়েছে জেলা প্রশাসন। তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করে চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরে আজ সকালে জানাজা শেষে তিন জনকে শনাক্ত করেন স্বজনেরা। সেই মরদেহগুলোকে জেলা প্রশাসক কার্যালয়ে রাখা হয়। পরে আরও তিনটি মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।
গণ দাফনে অংশ নিতে আসা মোস্তাফিজ নামের এক যুবক বলেন, ‘এমন করুণ পরিস্থিতি কখনো দেখিনি। এক কবরে মা ও মেয়েকে দাফন করা হয়েছে। জীবনের প্রথম এই করুণ বিভীষিকাময় সময়ের সাক্ষী হয়ে রইলাম।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘মা ও মেয়েকে জড়ানো অবস্থায় লাশ দুটি পাওয়া যায় বলে ঝালকাঠি জেলা প্রশাসন জানিয়েছেন। আমাদেরও এমনটি ধারণা যে ওই কফিনে রাখা মরদেহ দুটি মা ও শিশু কন্যার। যেহেতু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি। তাই এক কবরে তাঁদের দাফন করা হয়েছে।’
সারিসারি কফিন। এর মধ্যে একটি কফিনের গায়ে লেখা ‘মা ও মেয়ের লাশ’। আগুনে পুড়ে অঙ্গার মা ও মেয়ের মরদেহ দাফনও করা হয়েছে একই কবরে।
আজ শনিবার দুপুর ১টার দিকে বরগুনা পৌরসভার পোটকাখালীতে সরকারি কবরস্থানে অজ্ঞাত পরিচয় ২৯ জনের মরদেহ দাফন করা হয়। এখানে প্রথম কবরটিতেই দাফন করা হয় মা ও মেয়ের মরদেহ।
বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪১ জনের মধ্যে ৩৭ জনের মরদেহ বুঝে নিয়েছে জেলা প্রশাসন। তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করে চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরে আজ সকালে জানাজা শেষে তিন জনকে শনাক্ত করেন স্বজনেরা। সেই মরদেহগুলোকে জেলা প্রশাসক কার্যালয়ে রাখা হয়। পরে আরও তিনটি মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।
গণ দাফনে অংশ নিতে আসা মোস্তাফিজ নামের এক যুবক বলেন, ‘এমন করুণ পরিস্থিতি কখনো দেখিনি। এক কবরে মা ও মেয়েকে দাফন করা হয়েছে। জীবনের প্রথম এই করুণ বিভীষিকাময় সময়ের সাক্ষী হয়ে রইলাম।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘মা ও মেয়েকে জড়ানো অবস্থায় লাশ দুটি পাওয়া যায় বলে ঝালকাঠি জেলা প্রশাসন জানিয়েছেন। আমাদেরও এমনটি ধারণা যে ওই কফিনে রাখা মরদেহ দুটি মা ও শিশু কন্যার। যেহেতু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি। তাই এক কবরে তাঁদের দাফন করা হয়েছে।’
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি না দেখায় বেসরকারি কুরিয়ার সার্ভিস পাঠাওয়ের চালক-সহকারীকে আটক ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন গাড়িচালক মিলন ও সহকারী সাকিব। অভিযুক্ত ওসির নাম মোহসীন উদ্দিন। গতকাল মঙ্গলবার রাত ২টার পর এ ঘটনা
২ মিনিট আগেদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষদিকে পঞ্চম শ্রেণিতে ও আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত
১৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার
৩৫ মিনিট আগে