মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে জমি দখল করতে এক বিধবাকে নিজ ঘরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বিধবা খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মৃত নূর মোহাম্মাদ সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই নারী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন।
খাদিজা বেগম জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি অসহায় জীবনযাপন করছেন। এই সুযোগে একই বাড়ির আলতাফ হাওলাদার ও তাঁর লোকজন তাঁর জমি দখল করে নিয়েছে। আলতাফ হাওলাদার ও তাঁর ছেলে মামুন হাওলাদার তাঁর জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। তিনি বাড়ির এক কোনে ছোট্ট একটি ঘর তুলে থাকেন। প্রতিপক্ষের লোকজন সেখান থেকেও তাঁকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এর আগেও তাঁরা কয়েকবার ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে।
খাদিজা বেগম বলেন, রাতে খাওয়ার পর ঘুমিয়ে ছিলাম। রাত দেড়টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। আগুন দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ঘরের বেড়া ভেঙে আমাকে উদ্ধার করে। আগুনে আমার গালের কিছু অংশ এবং হাত পুড়ে গেছে। প্রতিপক্ষের লোকজন জমি থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে আমাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।
আলতাফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, খাদিজা বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু ঘরে আগুন লাগার বিষয়ে আমার কিছুই জানা নাই।
এ ব্যাপারে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, বিধবা নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বলা হয়েছে।
মুলাদী থানার ওসি এস. এম মাকসুদুর রহমান বলেন, বিধবা নারীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের মুলাদীতে জমি দখল করতে এক বিধবাকে নিজ ঘরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বিধবা খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মৃত নূর মোহাম্মাদ সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই নারী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন।
খাদিজা বেগম জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি অসহায় জীবনযাপন করছেন। এই সুযোগে একই বাড়ির আলতাফ হাওলাদার ও তাঁর লোকজন তাঁর জমি দখল করে নিয়েছে। আলতাফ হাওলাদার ও তাঁর ছেলে মামুন হাওলাদার তাঁর জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। তিনি বাড়ির এক কোনে ছোট্ট একটি ঘর তুলে থাকেন। প্রতিপক্ষের লোকজন সেখান থেকেও তাঁকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এর আগেও তাঁরা কয়েকবার ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে।
খাদিজা বেগম বলেন, রাতে খাওয়ার পর ঘুমিয়ে ছিলাম। রাত দেড়টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। আগুন দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ঘরের বেড়া ভেঙে আমাকে উদ্ধার করে। আগুনে আমার গালের কিছু অংশ এবং হাত পুড়ে গেছে। প্রতিপক্ষের লোকজন জমি থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে আমাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।
আলতাফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, খাদিজা বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু ঘরে আগুন লাগার বিষয়ে আমার কিছুই জানা নাই।
এ ব্যাপারে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, বিধবা নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বলা হয়েছে।
মুলাদী থানার ওসি এস. এম মাকসুদুর রহমান বলেন, বিধবা নারীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার
১ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
১৫ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২১ মিনিট আগেবঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
২৮ মিনিট আগে