ভান্ডারিয়া (পিরোজপুর) বরিশাল
পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৬ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৬ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে