নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরে চলছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় অর্ধশত স্টলে পিঠাসহ হরেক রকম পণ্যের সমাহার ঘটেছে। শীতের সন্ধ্যায় নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী-পুরুষ ও শিশুরা মেলা উপভোগ করতে ভিড় জমিয়েছে। পৌষ মেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আজ শনিবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে পৌষ মেলায় আরও বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বিএম কলেজ সহযোগী অধ্যাপক রনজিৎ মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতি ও বাংলার রূপ এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরতে পৌষ মেলা অনন্য উদ্যোগ।
মেলায় অর্ধশত স্টলে পণ্যের প্রদর্শনী চলবে কাল রোববার পর্যন্ত। আজ শনিবার সন্ধ্যায় পিঠা বিক্রির স্টল রন্ধন শিল্পীর শিরিন আহসান আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন থেকেই দেশীয় পিঠার বেশ চাহিদা মেলায়। সাজ, ভাপা, পুলি, এলেবেলসহ নানা নামের পিঠা ওঠে মেলায়।
মেলায় আসা দর্শনার্থী শাম্মি জাহান আজকের পত্রিকাকে বলেন, পিঠা খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, গোটা মেলায় গ্রাম বাংলার একটা ভাব আছে। রাতে আবৃত্তি, নাটক, বাংলার গান, নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তোলা হয় দর্শনার্থীদের। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌষ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বরিশাল নগরে চলছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় অর্ধশত স্টলে পিঠাসহ হরেক রকম পণ্যের সমাহার ঘটেছে। শীতের সন্ধ্যায় নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী-পুরুষ ও শিশুরা মেলা উপভোগ করতে ভিড় জমিয়েছে। পৌষ মেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আজ শনিবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে পৌষ মেলায় আরও বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বিএম কলেজ সহযোগী অধ্যাপক রনজিৎ মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতি ও বাংলার রূপ এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরতে পৌষ মেলা অনন্য উদ্যোগ।
মেলায় অর্ধশত স্টলে পণ্যের প্রদর্শনী চলবে কাল রোববার পর্যন্ত। আজ শনিবার সন্ধ্যায় পিঠা বিক্রির স্টল রন্ধন শিল্পীর শিরিন আহসান আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন থেকেই দেশীয় পিঠার বেশ চাহিদা মেলায়। সাজ, ভাপা, পুলি, এলেবেলসহ নানা নামের পিঠা ওঠে মেলায়।
মেলায় আসা দর্শনার্থী শাম্মি জাহান আজকের পত্রিকাকে বলেন, পিঠা খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, গোটা মেলায় গ্রাম বাংলার একটা ভাব আছে। রাতে আবৃত্তি, নাটক, বাংলার গান, নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তোলা হয় দর্শনার্থীদের। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌষ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে