Ajker Patrika

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৪: ৩৩
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মা খালেদা বেগম আর নেই। আজ শুক্রবার সকাল ৭টায় শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমা খালেদা বেগম বরিশাল নগরের কলেজ রোড নিবাসী বিশিষ্ট আইনজীবী মরুহুম অ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী। তিনি তথ্যপ্রযুক্তির অন্যতম মাধ্যম ইউরোটেল বিডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

মরহুমা খালেদা বেগমের ছোট ছেলে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, তার মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জুমা আঞ্জুমানে মফিদুল ইসলাম মুসলিম গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ওই গোরস্থানেই দাফন সম্পন্ন করা হবে। 

এস এম জাকির হোসেনের মায়ের ইন্তেকালে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত