Ajker Patrika

পাথরঘাটায় পালিত কুকুরের কামড়ে আহত ৪, এলাকায় আতঙ্ক 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় পালিত কুকুরের কামড়ে আহত ৪, এলাকায় আতঙ্ক 

বরগুনার পাথরঘাটায় পালিত কুকুরের কামড়ে চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা হরিনঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

আহতেরা হলেন—ওই এলাকার আব্দুল হালিম হাওলাদারের ছেলে ঈসা (৩০), মো. আজাহার হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৭০), মোসলেম আলীর ছেলে সুমন (১৮) ও আদম আলীর ছেলে শাহ জাহান (৫০)। তাদের মধ্যে শাহ জাহানের হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে কুকুরটি। 

আহত ঈসা জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বাজারে সকাল ৭টার দিকে তাঁরা সবাই আসেন। এর কিছুক্ষণ পরেই চলারলাঠিমারা এলাকার বেলাল হোসেনের পালিত ৪টি কুকুর হঠাৎ বাজারে প্রবেশ করে ইশা, মন্নান, সুমন ও শাজাহানের ওপর আক্রমণ করে। এ সময় শাহজাহানের হাতের একটি আঙুল কুকুর কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয় লোকজনে ওই পাগলা কুকুরের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন। 

আহতেরা আরও জানান, দীর্ঘদিন ধরে ওই বেলাল হোসেন কুকুরগুলো পালন করছে। এই কুকুর গরু, ছাগলসহ গৃহপালিত পশু পাখিকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে। এমনকি হরিণঘাটা বনের মধ্যে ঢুকে হরিণের ওপর আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কুকুরের মালিক বেলালের কাছে জানালে তিনি উল্টো ধমক দেন। 

বেল্লালের বড় ভাই হিরু দফাদার জানান, তার ছোট ভাই বেল্লালের পালিত চারটি কুকুর হরিণঘাটা বাজারে মধ্যে এসে চারজনকে কামড়ে আহত করেছে। তাঁদের মধ্যে একজনের হাতের আঙুল বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি বেলালকে বলতে গেলে তাঁকে উল্টো অকথ্য ভাষায় গালি দেন। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সকালে কুকুরের কামড়ে আহত হয়ে চারজন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের হাতে আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়াও পাথরঘাটায় প্রতিদিনই চার থেকে পাঁচজন লোক কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। 

তিনি জানান, সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয় এতে সব রোগীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না। অন্য উপজেলার চেয়ে পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত বেশি হয়। 

তিনি আরও জানান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও যদি কুকুরদের ধরে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আক্রমণ হলেও বড় ধরনের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত