গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পূর্ববিরোধের জের ধরে বিধবা নারীর বাড়িতে ঢুকে হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর বাড়ি থেকে ১৪টি হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যান মাহিলাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হাওলাদারের মা। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নতুন করে আবার ২০টি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ায় শাহানাজ পারভীন ও জসিমের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য জসিম হাওলাদারকে ফোন করলে জসিম হাওলাদারের নেতৃত্বে তাঁর ভাই সুমন হাওলাদার (২৮) ও নয়ন হাওলাদার (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবা নারীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ছাড়া সুমন হাওলাদার (২৮) তাঁর ছেলে আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেন। এ সময় হামলা ঠেকাতে গেলে শাহনাজ পারভীন ও তাঁর মেয়ে ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহনাজ আরও জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বাড়িতে ঢোকার সাঁকোটি ভেঙে দেয়।
হামলায় নেতৃত্ব দেওয়ার ইউপি সদস্য জসিম হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর মা-বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়ার সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বুধবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববিরোধের জের ধরে বিধবা নারীর বাড়িতে ঢুকে হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর বাড়ি থেকে ১৪টি হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যান মাহিলাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হাওলাদারের মা। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নতুন করে আবার ২০টি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ায় শাহানাজ পারভীন ও জসিমের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য জসিম হাওলাদারকে ফোন করলে জসিম হাওলাদারের নেতৃত্বে তাঁর ভাই সুমন হাওলাদার (২৮) ও নয়ন হাওলাদার (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবা নারীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ছাড়া সুমন হাওলাদার (২৮) তাঁর ছেলে আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেন। এ সময় হামলা ঠেকাতে গেলে শাহনাজ পারভীন ও তাঁর মেয়ে ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহনাজ আরও জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বাড়িতে ঢোকার সাঁকোটি ভেঙে দেয়।
হামলায় নেতৃত্ব দেওয়ার ইউপি সদস্য জসিম হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর মা-বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়ার সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বুধবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আগুনে পোড়া বিনোদ কুমার চাকমা (৭০) নামের এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে হাসপাতালের এক সেবিকা জানালার রডে তাঁকে ঝুলতে দেখে চিৎকার করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
১২ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে সেচ ব্লক থেকে সেচ পাম্পসহ পাইপ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ইজাবুল মিয়া অভিযোগ করেন, চাঁদাবাজদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁরা সেচ পাম্প নিয়ে গেছেন।
৪৩ মিনিট আগেপুরোনো ঋণগ্রহীতা সদস্যদের বয়স ৬৫ হলে তাঁকে নতুন করে আর ঋণ দেয় না বেসরকারি সংস্থা আশা। তবে তাদের দেওয়া হচ্ছে এককালীন ১৫ হাজার টাকা। এই টাকাটিকে অবসর ভাতা বলছে আশা। ২০১৮ সাল থেকে এমন কার্যক্রম শুরু করেছে দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এই বেসরকারি সংস্থাটি। তাতে খুশি দীর্ঘদিনের পুরোনো স
১ ঘণ্টা আগে