টরকী পুলিশ ক্যাম্পের পাশে ডাকাতি, দেড় কোটি টাকা লুট 

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৩: ৫৪

বরিশালের গৌরনদী উপজেলার টরকী পুলিশ ক্যাম্প সংলগ্ন এতিহ্যবাহী টরকী বন্দরে শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১৩টি দোকানের তালা ভেঙে প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় ৫ জন আহত হয়েছেন। 

ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মুখোশ পরা অস্ত্রধারী ৫০ / ৬০ জনের ডাকাত দল টরকী বন্দরের ভেতরে দুটি চেক পোস্ট বসায়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে দোকানের তালা ভেঙে প্রবেশ বন্দরের রায় পট্টিতে ৬ টি, মন্দির গলিতে ৫টি ও মধ্য চরে ২টি দোকানের প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দল প্রায় ৪০ ব্যবসায়ী ও পথচারী রশি দিয়ে বেঁধে তাঁদের সর্বস্ব লুপ করে নেয়। 

জেরিন এন্টারপ্রাইজের মালিক গাজী জাকির হোসেন জানান, তাঁর দোকানের তালা ও সিন্দুক ভেঙে দোকান তছনছ করে। সিন্দুকে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। তালুকদার মেডিকেল হল বিকাশ পয়েন্টের মালিক অহিদুল ইসলাম জানান, ডাকাতরা বিশেষ যন্ত্রের মাধ্যমে দোকানের ৪টি তালা ভেঙে নগদ পৌনে ৪ লাখ টাকা লুট করেছে। এ ছাড়া মোল্লা এন্টারপ্রাইজ, পুণ্য রায়ের গদি ঘর, নিত্য রায়, গোলক রায়, পরিমলের মুদি দোকান, বিপুল দাসসহ ১৩টি দোকানে ডাকাতরা আড়াই ঘণ্টা বসে ডাকাতি করে ট্রলার নিয়ে চলে যায়। 

টরকী বন্দরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, টরকী বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। টরকী পুলিশ ক্যাম্প থেকে ডাকাতিস্থলে পৌঁছতে ২ / ৩ মিনিট সময় লাগে কিন্তু ডাকাতি চলাকালীন সময়ে ক্যাম্পের ইনচার্জকে মুঠোফোনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেননি। 

একাধিক নৈশ প্রহরী বলেন, ডাকাতরা একাধিক ট্রলার নিয়ে নদীর ঘাটে এসে কমান্ডো স্টাইলে বন্দরে ঢুকে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে। এ সময় প্রায় ৫০ জন দোকানি, পথচারী ও নৈশ কোচের যাত্রীকে বেঁধে রাখে। 

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহীন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, `আমাকে কেউই মুঠোফোনে ডাকাতির খবর জানাননি। রাত ৪টার দিকে নৈশ প্রহরী এনে আমাকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে খুব শিগগিরই রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত