কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল ৮-৯ ডিসেম্বর, হোটেলে ছাড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
Thumbnail image

সাগরকন্যাখ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ৮ ও ৯ ডিসেম্বর চলবে `বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা-২০২৩ ’। এ উৎসবকে স্বাগত জানিয়ে হোটেল-মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকেরা ২০ থেকে ৫০ শতাংশ ছাড় দিয়েছেন। এ ছাড়া ট্যুর অপারেটররা ২ হাজার ১০০ টাকায় ১ রাত ও দুদিনের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। 

উৎসব উপলক্ষে বিচ ম্যানেজমেন্ট কমিটি জেলা ও উপজেলা প্রশাসন অংশীজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করছে। এতে অংশীজনেরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে এমন ছাড়ের ঘোষণা দিয়েছেন। 

বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুদিনের উৎসবে থাকছে কুয়াকাটা সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস, বিচ উৎসব, ঘুড়ি উৎসব, বিচ ফুটবল, বিচ ভলিবল, রাখাইন নৃত্য, গান, পুতুল নাচ, স্থানীয় সংস্কৃতি ও বিভিন্ন খাদ্যসামগ্রীর স্টল। পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনারসহ রয়েছে বিভিন্ন আয়োজন। 

কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, `সারা বছর আমরা পর্যটন খাত থেকে ব্যবসা করি। এবারের আয়োজন ঘিরে আমরা ব্যবসা না করেই কুয়াকাটায় আগত পর্যটকদের সেবা করার মানসে ২ হাজার ১০০ টাকায় দুদিন ও এক রাতের প্যাকেজ ঘোষণা দিয়েছি। এই প্যাকেজে ট্রান্সপোর্ট থাকছে না। থাকছে একবার রাতের খাবার, দুবার দুপুরের খাবার ও দুবার সকালের নাশতা। এক রুমের আবাসিক হোটেল ও হালকা নাশতা।’ 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, `আমরা পর্যটকদের সুযোগ-সুবিধাই প্রাধান্য দিই। দুই দিনব্যাপী কুয়াকাটা সৈকতে আয়োজিত এই ফেস্টিভ্যাল সাগরকন্যা কুয়াকাটার স্থানীয় সংস্কৃতি, কারুশিল্প, ঐতিহ্য, রন্ধন শিল্পীসহ বিভিন্ন দিক পৌঁছে যাবে অনন্য মাত্রায়।’ ’

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, `আমরা হোটেল-মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা করেই এই দুই দিনব্যাপী উৎসবকে সামনে রেখে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশের ছাড়ের ব্যবস্থা করিয়েছি।’ 

বিচ ম্যানেজমেন্টের সদস্যসচিব ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, `প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সোনার বাংলায় পর্যটনকে প্রসারিত করতে চলছে মুজিব’স বাংলাদেশ ক্যাম্পেইন। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ট্যুরিজমকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ টুরিজম বোর্ড বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় আয়োজন করতে যাচ্ছে সাগরকন্যায় দুদিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত