Ajker Patrika

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: মূল আসামি সিফাত গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
সিফাত মুন্সি। ছবি: সংগৃহীত
সিফাত মুন্সি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুরের নাজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ১৯ মার্চ একই মামলার অপর অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে দুমকি থানা-পুলিশ। তিনি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সির ছেলে। মূল আসামি সিফাত মুন্সিও একই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সোহাগ মুন্সি।

গ্রেপ্তার সিফাত মুন্সি। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার সিফাত মুন্সি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কলেজছাত্রী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা। নানাবাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত