পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে (৩১) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮–এর একটি দল। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে সদর থানার নামাজপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮–এর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত জুলাই ২৪ মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্র–জনতার ওপর হামলা, মারামারি, মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র–জনতার ওপর চড়াও হতে দেখা যায়।
বিষয়টি নজরে এলে ওই আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৫টার দিকে র্যাব-৮, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে গ্রেপ্তার করে। এ সময় আসামির নিজ হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পিরোজপুর পৌরসভার কুমারখালীর মো. শাহাদত সিকদারের ছেলে সোহাগ সিকদারের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে। পরে গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পিরোজপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, সোহাগ সিকদারকে র্যাব-৮ অস্ত্র আইনে নিয়মিত মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করেছে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে (৩১) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮–এর একটি দল। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে সদর থানার নামাজপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮–এর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত জুলাই ২৪ মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্র–জনতার ওপর হামলা, মারামারি, মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র–জনতার ওপর চড়াও হতে দেখা যায়।
বিষয়টি নজরে এলে ওই আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৫টার দিকে র্যাব-৮, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে গ্রেপ্তার করে। এ সময় আসামির নিজ হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পিরোজপুর পৌরসভার কুমারখালীর মো. শাহাদত সিকদারের ছেলে সোহাগ সিকদারের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে। পরে গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পিরোজপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, সোহাগ সিকদারকে র্যাব-৮ অস্ত্র আইনে নিয়মিত মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করেছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৮ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৪ মিনিট আগে