Ajker Patrika

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
গ্রেপ্তার রিপন মিয়া। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রিপন মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রিপন মিয়া পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকার মফিজল হকের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০৪ জন নামীয় আসামি এ ছাড়া ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত