Ajker Patrika

তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকা ঘড়িয়াল

পটুয়াখালী প্রতিনিধি
তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকা ঘড়িয়াল

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকে পড়েছে একটি ঘড়িয়াল। সেটিকে কুমির ভেবে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রেখেছেন স্থানীয়রা। প্রাণীটির দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। 

আজ শনিবার তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে বাকেরগঞ্জ উপজেলার এক জেলের জালে আটকে যায় প্রাণীটি। 

জানা যায়, ঘড়িয়াল বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় একটি প্রাণী। এটি শান্ত প্রাণী, মানুষের জন্য ক্ষতিকর না। দীর্ঘদিন পরে এ প্রাণীটির দেখা মিলল বাংলাদেশের নদীতে। 

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ বলেন, ‘স্থানীয়রা কুমির একটি বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাণীটি মূলত ঘড়িয়াল। এটি শান্ত প্রাণী, মানুষের জন্য ক্ষতিকর না। 

তবে স্থানীয় লোকজন প্রচুর ভিড় করায় ভয়ে ঘড়িয়ালটি অ্যানিমেল লাভারসের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’ প্রাণীটি অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত