নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ঢাকায় এমপি হোস্টেলে বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মহিউদ্দিন আহমেদ আমোদ-ফুর্তি করেছেন বলে মন্তব্য করেছেন আসনটির বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। আজ বুধবার নিজ এলাকা মেহেন্দীগঞ্জে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পঙ্কজ নাথ বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে পিস্তল মহিউদ্দিন ক্ষমতা পেয়ে বরিশাল শহরে হিন্দুদের বাড়ি দখল করেছেন। পাশের এক খ্রিষ্টান নারীকে বালিশচাপা দিয়ে মেরে তাঁর জমি দখল করেছেন। ঢাকায় বাবর রোডে এক বিহারির বাড়ি দখল করছেন। এ জন্য বঙ্গবন্ধু তাঁকে গভর্নর করেননি। এতে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর ওপর ক্ষিপ্ত ছিলেন।’
পঙ্কজ বলেন, ‘বঙ্গবন্ধুকে খুনের পর মহিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বরিশালে এসেছিলেন। তাঁর লোক কামাল খানসহ (উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান) অন্যরা মেহেন্দীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছেন।’
এ বিষয়ে প্রয়াত মহিউদ্দিন আহমেদের ছেলে ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, ‘অনেকের কাছে শুনেছেন যে শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচিতে এমপি পঙ্কজ নানা বিতর্কিত মন্তব্য করেছেন। মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর খুনিরা আছেন কি না; তা দলের সভানেত্রীই ভালো জানেন। এমপির বক্তব্য খতিয়ে দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
বরিশাল-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘এমপি পঙ্কজ পাগল হয়ে গেছেন। তাঁর বিতর্কিত বক্তব্যের কারণেই তিনি (পঙ্কজ) দল থেকে ছিটকে পড়েছেন।’
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘পঙ্কজের যা মন চায় তা-ই বলেন। তাঁর এসব কথার কোনো ভিত্তি নেই।’
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদের বাবা সাবেক এমপি মহিউদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, ড. শাম্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দলীয় পদপ্রত্যাশী হওয়ায় ক্ষিপ্ত পঙ্কজ নাথ।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ১১ সেপ্টেম্বর দলীয় পদ হারান পঙ্কজ নাথ।
বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ঢাকায় এমপি হোস্টেলে বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মহিউদ্দিন আহমেদ আমোদ-ফুর্তি করেছেন বলে মন্তব্য করেছেন আসনটির বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। আজ বুধবার নিজ এলাকা মেহেন্দীগঞ্জে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পঙ্কজ নাথ বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে পিস্তল মহিউদ্দিন ক্ষমতা পেয়ে বরিশাল শহরে হিন্দুদের বাড়ি দখল করেছেন। পাশের এক খ্রিষ্টান নারীকে বালিশচাপা দিয়ে মেরে তাঁর জমি দখল করেছেন। ঢাকায় বাবর রোডে এক বিহারির বাড়ি দখল করছেন। এ জন্য বঙ্গবন্ধু তাঁকে গভর্নর করেননি। এতে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর ওপর ক্ষিপ্ত ছিলেন।’
পঙ্কজ বলেন, ‘বঙ্গবন্ধুকে খুনের পর মহিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বরিশালে এসেছিলেন। তাঁর লোক কামাল খানসহ (উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান) অন্যরা মেহেন্দীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছেন।’
এ বিষয়ে প্রয়াত মহিউদ্দিন আহমেদের ছেলে ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, ‘অনেকের কাছে শুনেছেন যে শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচিতে এমপি পঙ্কজ নানা বিতর্কিত মন্তব্য করেছেন। মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর খুনিরা আছেন কি না; তা দলের সভানেত্রীই ভালো জানেন। এমপির বক্তব্য খতিয়ে দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
বরিশাল-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘এমপি পঙ্কজ পাগল হয়ে গেছেন। তাঁর বিতর্কিত বক্তব্যের কারণেই তিনি (পঙ্কজ) দল থেকে ছিটকে পড়েছেন।’
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘পঙ্কজের যা মন চায় তা-ই বলেন। তাঁর এসব কথার কোনো ভিত্তি নেই।’
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদের বাবা সাবেক এমপি মহিউদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, ড. শাম্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দলীয় পদপ্রত্যাশী হওয়ায় ক্ষিপ্ত পঙ্কজ নাথ।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ১১ সেপ্টেম্বর দলীয় পদ হারান পঙ্কজ নাথ।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৫ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১২ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪১ মিনিট আগে