পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে হালিমা আক্তার মিম (২১) নামে এক গৃহবধূর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে শরীরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার নূতনবাজারসংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পরে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে খাবার শেষ করে অগ্নিদগ্ধ ওই নারীর স্বামী ঘরের বাইরে যায়। এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই নারীর স্বামী এখন তাঁর স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’
স্থানীয়রা জানান, দুমকির সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও হালিমা আক্তার মিম দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার ভাড়া বাসায় ওঠে বসবাস করছিলেন। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিলেন। হঠাৎ প্রতিবেশী নতুন ভাড়াটে বাসায় চিৎকার ও গোঙানির শব্দে ছুটে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি বন্ধ পান।
ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ হালিমা আক্তার মিমকে হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করতে দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় স্বামী প্রিন্স বাসায় ছিল না বলে জানা যায়। আগুনে গৃহবধূর হাত, বুক, পেটসহ শরীরের অনেকাংশ ঝলসে গেছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পটুয়াখালীর দুমকিতে হালিমা আক্তার মিম (২১) নামে এক গৃহবধূর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে শরীরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার নূতনবাজারসংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পরে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে খাবার শেষ করে অগ্নিদগ্ধ ওই নারীর স্বামী ঘরের বাইরে যায়। এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই নারীর স্বামী এখন তাঁর স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’
স্থানীয়রা জানান, দুমকির সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও হালিমা আক্তার মিম দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার ভাড়া বাসায় ওঠে বসবাস করছিলেন। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিলেন। হঠাৎ প্রতিবেশী নতুন ভাড়াটে বাসায় চিৎকার ও গোঙানির শব্দে ছুটে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি বন্ধ পান।
ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ হালিমা আক্তার মিমকে হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করতে দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় স্বামী প্রিন্স বাসায় ছিল না বলে জানা যায়। আগুনে গৃহবধূর হাত, বুক, পেটসহ শরীরের অনেকাংশ ঝলসে গেছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে