বরিশাল সিটি মেয়র ও কাউন্সিলরের বাসায় হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৮: ১৬
Thumbnail image

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের বাসায় হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে নগরের কালুশাহ সড়কস্থ মেয়রের বাসায় বিএনপির একদল কর্মী এ হামলায় চালিয়ে ওই বাসার জানালার গ্লাস ভেঙে ফেলে এবং গেটে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ।

একই সময়ে পার্শ্ববর্তী ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসভবনেও হামলার অভিযোগ উঠেছে। তবে বিএনপি দাবি করেছে, দুটি বাসাতেই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে।

নগরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে বিএনপির একদল কর্মী তাঁর কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনশেড কার্যালয় ভাঙচুর করে ক্ষতি করেন তাঁরা। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালিয়ে চার-পাঁচটি জানালার গ্লাস ভাঙচুর করেন। তাঁরা ওই বাসার গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। যদিও ওই বাসায় বর্তমানে মেয়র খোকন ছিলেন না।

তিনি বলেন, বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

তবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘১৫ আগস্টের কর্মসূচি করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। তাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামূলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতা–কর্মী ও ছাত্র–জনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পণ্ড করে দিয়েছে।’

মেয়রের বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়র খোকনের বাসায় একদল যুবক ইটপাটকেল মেরেছে। একই এলাকায় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসায়ও যুবকেরা জড়ো হয়েছিল। দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত