Ajker Patrika

মুলাদীতে দিনের বেলা ডাকাতির চেষ্টা, প্রতিহত করল স্থানীয়রা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৬: ০৫
মুলাদীতে দিনের বেলা ডাকাতির চেষ্টা, প্রতিহত করল স্থানীয়রা

বরিশালের মুলাদীতে দিনের বেলা ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের সীমান্তবর্তী চিঠিরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয় জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুর্বৃত্তদের প্রতিহত করেন। গ্রামবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা নদী সাঁতরে পালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

চিঠিরচর গ্রামের মো. ইসমাইল মোল্লা জানান, মুলাদী উপজেলার চিঠিরচর গ্রামের সঙ্গে কালকিনি উপজেলার সিডিখান এলাকার সীমান্ত রয়েছে। আজ বেলা দেড়টার দিকে সিডিখান এলাকা থেকে তিনটি ট্রলারে ৫০-৬০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে চিঠিরচর গ্রামে প্রবেশ করে। দুর্বৃত্তরা ওই গ্রামের জামাল হাওলাদার, আব্দুল কাদের সিকদার, বাবুল সিকদার, চুন্নু সিকদারের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের চেষ্টা চালায়। 

ইসমাইল মোল্লা আরও জানান, গ্রামবাসীর চিৎকার এবং মসজিদের মাইকে ঘোষণার পর সবাই লাঠিসোঁটা নিয়ে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা নদীতে ঝাঁপ দেয়। পরে তাদের সহযোগীরা ট্রলার দিয়ে উদ্ধার করে পালিয়ে যায়। 

বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনদুপুরে গ্রামে প্রবেশ করে ডাকাতির চেষ্টায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পুলিশের কর্মবিরতি চলায় কোনো এলাকায় টহল নেই। সেনাবাহিনীর উপস্থিতিতে থানার কার্যক্রম শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত