আমতলী (বরগুনা) প্রতিনিধি
যাত্রীসংকটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে বরগুনার আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। আজ শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়াল পর যাত্রীসংকটে পড়েন লঞ্চমালিকেরা। এতে আমতলী-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীসংকট চরম আকার ধারণ করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে।
গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ছে। বাধ্য হয়েই তাঁরা সড়কপথে চলাচল শুরু করেন। এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেওয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে বেশি খরচ দিয়ে তাঁদের মালামাল আনতে হয়।
এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপরে এর প্রভাব পড়ছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। এ ছাড়া লঞ্চঘাটে কর্মরত অর্ধশতাধিক মানুষ কর্মহীন হয়ে পরে। দীর্ঘ ৯ মাস পরে গতকাল বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে।
আজ সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের নদীপথে যাতায়াত করা মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
আজ লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা লঞ্চ থেকে হাসিখুশি মনে ঘাটে আনছেন। শ্রমিকেরা লঞ্চ থেকে মালামাল নামাচ্ছেন।
লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে আসছি। অনেক ভালো লেগেছে। যেন লঞ্চ সার্ভিস আবার বন্ধ হয়ে না যায়।’
আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, ‘লঞ্চ সার্ভিস চালু হওয়ায় খুবই ভালো হয়েছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা সহজ হবে।’
আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি আজ সকালে ঘাটে নোঙর করেছে।’
এমভি ইয়াদ-৭ লঞ্চমালিক মামুন-অর রশিদ বলেন, ‘যাত্রীদের দাবির মুখে গতকাল বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন।’
যাত্রীসংকটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে বরগুনার আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। আজ শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়াল পর যাত্রীসংকটে পড়েন লঞ্চমালিকেরা। এতে আমতলী-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীসংকট চরম আকার ধারণ করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে।
গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ছে। বাধ্য হয়েই তাঁরা সড়কপথে চলাচল শুরু করেন। এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেওয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে বেশি খরচ দিয়ে তাঁদের মালামাল আনতে হয়।
এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপরে এর প্রভাব পড়ছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। এ ছাড়া লঞ্চঘাটে কর্মরত অর্ধশতাধিক মানুষ কর্মহীন হয়ে পরে। দীর্ঘ ৯ মাস পরে গতকাল বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে।
আজ সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের নদীপথে যাতায়াত করা মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
আজ লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা লঞ্চ থেকে হাসিখুশি মনে ঘাটে আনছেন। শ্রমিকেরা লঞ্চ থেকে মালামাল নামাচ্ছেন।
লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে আসছি। অনেক ভালো লেগেছে। যেন লঞ্চ সার্ভিস আবার বন্ধ হয়ে না যায়।’
আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, ‘লঞ্চ সার্ভিস চালু হওয়ায় খুবই ভালো হয়েছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা সহজ হবে।’
আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি আজ সকালে ঘাটে নোঙর করেছে।’
এমভি ইয়াদ-৭ লঞ্চমালিক মামুন-অর রশিদ বলেন, ‘যাত্রীদের দাবির মুখে গতকাল বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন।’
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
৪৩ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
১ ঘণ্টা আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে