ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী শোহরাফ সরদার জানান, ইটবাহী গাড়িটি গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভাণ্ডারিয়া থানার এসআই ফারুক জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইটবাহী ট্রলিটি জব্দ করা হয়েছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী শোহরাফ সরদার জানান, ইটবাহী গাড়িটি গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভাণ্ডারিয়া থানার এসআই ফারুক জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইটবাহী ট্রলিটি জব্দ করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ‘স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত’ শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে বড় একটি ব্যানারে...
১০ মিনিট আগেরডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।
১৭ মিনিট আগেভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে
২২ মিনিট আগেকয়েক দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নোয়াখালীর বোরো ধানচাষিরা। খেতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা ও কেটে রাখা ধানগুলো শুকিয়ে ঘরে তোলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে পানিতে পচে গেছে কাটা অনেক ধান।
৩০ মিনিট আগে