নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে ফল ব্যবসায়ী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে, গলায় গামছা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা—ওই যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার সকালে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল, সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম—রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি শাকিল নরসিংদীর শিবপুর উপজেলার মো. বাছেদ মিয়ার ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন আজকের পত্রিকাকে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করেন।
হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছে, শাকিল বিভিন্ন জেলা থেকে মৌসুমি ফল লটকন এনে বরিশালে বিক্রি করতেন। তিনি পোর্ট রোডে সি-প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন। শুক্রবার সকালে নরসিংদী থেকে শাকিলের মামা জামাল হোসেন শাকিলের ফোনে কল দিয়ে তাঁর সারা পাননি। এ সময় পূর্ব পরিচিত এবং হোটেল সংলগ্ন ভূঁইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলামকে বিষয়টি জানান শাকিলের মামা। পরে আসলাম হোটেলে গিয়ে অন্যদের সঙ্গে নিয়ে কক্ষের বাইর থেকে ডাকাডাকি করে। তখনো শাকিলের সারা না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই মো. সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে।
বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে ফল ব্যবসায়ী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে, গলায় গামছা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা—ওই যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার সকালে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল, সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম—রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি শাকিল নরসিংদীর শিবপুর উপজেলার মো. বাছেদ মিয়ার ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন আজকের পত্রিকাকে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করেন।
হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছে, শাকিল বিভিন্ন জেলা থেকে মৌসুমি ফল লটকন এনে বরিশালে বিক্রি করতেন। তিনি পোর্ট রোডে সি-প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন। শুক্রবার সকালে নরসিংদী থেকে শাকিলের মামা জামাল হোসেন শাকিলের ফোনে কল দিয়ে তাঁর সারা পাননি। এ সময় পূর্ব পরিচিত এবং হোটেল সংলগ্ন ভূঁইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলামকে বিষয়টি জানান শাকিলের মামা। পরে আসলাম হোটেলে গিয়ে অন্যদের সঙ্গে নিয়ে কক্ষের বাইর থেকে ডাকাডাকি করে। তখনো শাকিলের সারা না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই মো. সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে।
টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
৩ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
৪ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
৭ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
১৩ মিনিট আগে