Ajker Patrika

উত্তাল সাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে জেলে নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৫: ৪৫
উত্তাল সাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে গত সোমবার গভীর বঙ্গোপসাগরের নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ জেলের নাম শাহজাহান (৬০)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। শাহজাহান পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন। 

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আরমান আজকের পত্রিকাকে বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর গত ২৭ জুলাই পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দিই। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় ২৮ জুলাই শকিনা এলাকায় ট্রলার নোঙর করি। পরে ২৯ তারিখ পুনরায় সাগরে রওনা দিয়ে ফেয়ারওয়েল বয়া থেকেও সাত ঘণ্টা দক্ষিণে গিয়ে বেলা ৪টার দিকে জাল পাতার জন্য ঘণ্টা বাজাই। এ সময় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘এরপর বিষয়টি আশপাশের সব মাছ ধরার ট্রলারে অবগত করি। তারাও ওয়্যারলেসের মাধ্যমে জেলে নিখোঁজের বিষয়টি সবাইকে অবগত করে।’ 

মাঝি আরমান জানান, ধারণা করা হচ্ছে, সাগরের অতিরিক্ত তুফানে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় শাহজাহান সাগরে পড়ে গেছেন। 

নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল বলেন, ‘আমার বাবার যদি হায়াত থাকে, তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে, তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।’ 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন বলেন, নিখোঁজ জেলের সন্ধানের জন্য সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শাহজাহান ভেসে ভারতের ভেতরে চলে গেছেন। 

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ‘বৃহস্পতিবার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত