পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে গত সোমবার গভীর বঙ্গোপসাগরের নিখোঁজ হন তিনি।
নিখোঁজ জেলের নাম শাহজাহান (৬০)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। শাহজাহান পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আরমান আজকের পত্রিকাকে বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর গত ২৭ জুলাই পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দিই। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় ২৮ জুলাই শকিনা এলাকায় ট্রলার নোঙর করি। পরে ২৯ তারিখ পুনরায় সাগরে রওনা দিয়ে ফেয়ারওয়েল বয়া থেকেও সাত ঘণ্টা দক্ষিণে গিয়ে বেলা ৪টার দিকে জাল পাতার জন্য ঘণ্টা বাজাই। এ সময় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘এরপর বিষয়টি আশপাশের সব মাছ ধরার ট্রলারে অবগত করি। তারাও ওয়্যারলেসের মাধ্যমে জেলে নিখোঁজের বিষয়টি সবাইকে অবগত করে।’
মাঝি আরমান জানান, ধারণা করা হচ্ছে, সাগরের অতিরিক্ত তুফানে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় শাহজাহান সাগরে পড়ে গেছেন।
নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল বলেন, ‘আমার বাবার যদি হায়াত থাকে, তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে, তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন বলেন, নিখোঁজ জেলের সন্ধানের জন্য সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শাহজাহান ভেসে ভারতের ভেতরে চলে গেছেন।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ‘বৃহস্পতিবার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে জানানো হয়েছে।’
বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে গত সোমবার গভীর বঙ্গোপসাগরের নিখোঁজ হন তিনি।
নিখোঁজ জেলের নাম শাহজাহান (৬০)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। শাহজাহান পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আরমান আজকের পত্রিকাকে বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর গত ২৭ জুলাই পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দিই। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় ২৮ জুলাই শকিনা এলাকায় ট্রলার নোঙর করি। পরে ২৯ তারিখ পুনরায় সাগরে রওনা দিয়ে ফেয়ারওয়েল বয়া থেকেও সাত ঘণ্টা দক্ষিণে গিয়ে বেলা ৪টার দিকে জাল পাতার জন্য ঘণ্টা বাজাই। এ সময় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘এরপর বিষয়টি আশপাশের সব মাছ ধরার ট্রলারে অবগত করি। তারাও ওয়্যারলেসের মাধ্যমে জেলে নিখোঁজের বিষয়টি সবাইকে অবগত করে।’
মাঝি আরমান জানান, ধারণা করা হচ্ছে, সাগরের অতিরিক্ত তুফানে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় শাহজাহান সাগরে পড়ে গেছেন।
নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল বলেন, ‘আমার বাবার যদি হায়াত থাকে, তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে, তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন বলেন, নিখোঁজ জেলের সন্ধানের জন্য সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শাহজাহান ভেসে ভারতের ভেতরে চলে গেছেন।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ‘বৃহস্পতিবার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে জানানো হয়েছে।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে